গ্রেটা থুনবার্গকে আটক করেছে ইসরায়েলি বাহিনী, নিয়ে যাওয়া হচ্ছে বন্দরে

গ্রেটা থুনবার্গকে আটকের পর তাকে তল্লাশি করা হচ্ছে
গ্রেটা থুনবার্গকে আটকের পর তাকে তল্লাশি করা হচ্ছে © ভিডিও থেকে নেওয়া

সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ আটক করা সবাইকে ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। বুধবার (১ অক্টোবর) রাত ২টার (বাংলাদেশ সময়) দিকে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ভিডিওতে দেখা যায় থুনবার্গকে। একই ভিডিও গ্লোবার সুমুদ ফ্লোটিলা প্রকাশ করে জানিয়েছে, আইডিএফ গ্রেটা থুনবার্গকে আটক করেছে।

সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোটিলা আটকের পর সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গকে ইসরায়েলি বাহিনী ধরে নিয়ে গেছে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সুমুদ ফ্লোটিলার বেশ কয়েকটি জাহাজ নিরাপদে থামানো হয়েছে এবং তাদের যাত্রীদের ইসরায়েলি বন্দরে স্থানান্তর করা হচ্ছে।

তারা আরও জানিয়েছে, গ্রেটা ও তার বন্ধুরা নিরাপদ এবং সুস্থ আছেন।

যে ভিডিওটিতে শেয়ার করা হয়েছে সেখানে থুনবার্গকে পাহারা দিয়ে নিয়ে যাওয়ার দৃশ্য দেখানো হয়েছে। ফ্লোটিলাটি হামাসের সঙ্গে যুক্ত বলে দাবিদে দখলদার বাহিনী কোনও বাস্তব প্রমাণ দেয়নি।