শিক্ষকদের দাবি ২০ শতাংশ, শিক্ষা মন্ত্রণালয় পাঠাচ্ছে ৪ ক্যাটাগরিতে

প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের আন্দোলন
প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের আন্দোলন © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শতাংশ বাড়ি ভাড়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন শিক্ষা উপদেষ্টা। শিক্ষক-কর্মচারীরা ২০ শতাংশ বাড়ি ভাড়ার প্রস্তাব পাঠানোর দাবি জানালেও শিক্ষা মন্ত্রণালয় চারটি ক্যাটাগরিতে প্রস্তাব পাঠাবে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার বিকেলে শিক্ষক-কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রস্তাবে অনুমোদন শিক্ষা উপদেষ্টা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর যেভাবে প্রস্তাবনা পাঠিয়েছিল, সেই প্রস্তাবনাই অনুমোদন দিয়েছেন তিনি। অর্থাৎ ৫, ১০, ১৫ এবং ২০ শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘অধিদপ্তরগুলো ৫, ১০, ১৫, ২০ শতাংশ হারে হিসেবে করে আমাদের কাছে তথ্য বিবরণী পাঠিয়েছিল। আমরা সেভাবেই ফাইল তুলেছি। ওই ফাইলই অনুমোদন দিয়েছেন উপদেষ্টা। অর্থ মন্ত্রণালয়েও প্রস্তাবনা ৫, ১০, ১৫, ২০ শতাংশ হারে প্রস্তবনা পাঠানো হবে।’

শিক্ষকদের দাবি ছিল ২০ শতাংশ হারে বাড়ি ভাড়ার। তাহলে আপনারা চার ক্যাটাগরিতে কেন প্রস্তাব পাঠাচ্ছেন? এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘২০ শতাংশ প্রস্তাব পাঠানো হলে সেটি বাতিল হতে পারে। সেই আশঙ্কা থেকেই চারটি ক্যাটাগরিতে প্রস্তাব পাঠানো হচ্ছে। আমরা চাচ্ছি শিক্ষকদের বেতন শতাংশ হারে বাড়ুক। প্রস্তাব বাতিল হওয়ার চেয়ে যে কোনো একটি অনুমোদন হওয়া ভালো।’

প্রসঙ্গত, গত ১৩ আগস্ট এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণপ্রত্যাশী জোটের মহাসমাবেশ থেকে শিক্ষা উপদেষ্টার কাছে বাড়ি ভাড়া ২০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়। সে প্রস্তাবনা অনুযায়ী, একটি সারসংক্ষেপ তৈরি করে মন্ত্রণালয়ে জমা দিয়েছে জাতীয়করণপ্রত্যাশী জোট।

জোটের এ প্রস্তাব আমলে নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কাছে তথ্য বিবরণী সংগ্রহ করেছে মন্ত্রণালয়। এ তথ্যবিবরণী প্রস্তাব আকারে এখন অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগ। প্রস্তাবগুলো পৃথক আকারে পাঠানো হবে বলে জানা গেছে।