রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দখল করে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার
অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার © ফাইল ছবি

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দখল করে নিয়েছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বলেছেন, ‘সাংবাদিকতা, শিক্ষা ও দেশ পরিচালনায় এই ঢাকা আলিয়া মাদ্রাসা অবদান রেখেছে। পূর্বে মাদ্রাসায় জঙ্গি নাটক সাজানো হয়েছে এবং শাপলা চত্বরে গণহত্যা চালানো হয়েছে।’

আজ বুধবার (১ অক্টোবর) রাজধানীর ঐতিহাসিক সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে চৌধুরী রফিকুল আবরার এসব কথা বলেন। মাদ্রাসা শিক্ষাব্যবস্থা বাস্তবমুখী, যুগোপযোগী ও আধুনিক করতে কাজ চলছে জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘দেশের শিক্ষাব্যবস্থার একটা অন্যতম ব্যবস্থা হচ্ছে‌, মাদ্রাসা শিক্ষাব্যবস্থা। মাদ্রাসা শিক্ষার্থীদের অবশ্যই ধর্ম শিক্ষা প্রতি প্রাধান্য দিতে হবে।’

আরও পড়ুন: আলিয়া মাদ্রাসার খেলার মাঠ বুঝিয়ে দেওয়ার আহবান আরবি বিশ্ববিদ্যালয় উপাচার্যের

তিনি মাদ্রাসা শিক্ষার্থীদের ধর্ম শিক্ষার পাশাপাশি বিজ্ঞান শিখার আহবান জানান। এ সময় ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠ ও জমি দ্রুত প্রক্রিয়ায় সমাধান, শিক্ষক সংকট, অ্যাকাডেমিক ভবন ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হবে বলে জানান শিক্ষা উপদেষ্টা।