পাওনা টাকা চাইতে গেলে বোনকে কুপিয়ে জখম করল ভাই
- ০১ অক্টোবর ২০২৫, ১৩:০৯
যশোরের শার্শায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আঞ্জয়ারা খাতুন (শিমুল) নামে এক নারীকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তারই আপন ভাই আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাত’মাইল গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় বিকেলে আঞ্জয়ারা খাতুন শার্শা থানায় আসাদ এবং তার স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানা গেছে, প্রায় দুই বছর আগে ছেলেকে বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে ভাই আসাদুজ্জামান আসাদের হাতে ১০ লাখ টাকা তুলে দেন আঞ্জয়ারা খাতুন। কিন্তু বিদেশে পাঠানোর কোনো ব্যবস্থা না করে টাকা আত্মসাৎ করেন আসাদ। পরে টাকা ফেরত চাইলে তিনি ও তার স্ত্রী ক্ষিপ্ত হয়ে আঞ্জয়ারাকে এলোপাতাড়ি মারধর করেন এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর জখম করেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তার মাথায় ৮ থেকে ৯টি সেলাই লেগেছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, আসাদুজ্জামান আসাদ একসময় বিদেশে থাকলেও গত এক বছর ধরে নিজেকে মানবাধিকারকর্মী পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তার করে চলেছেন। তিনি একটি মানবাধিকার সংস্থার কার্ড সংগ্রহ করে ব্যবহার করছেন এবং কখনো কখনো সাংবাদিক পরিচয়ও দেন।
স্থানীয় ব্যবসায়ীসহ একাধিক ব্যক্তি জানান, আসাদের বিরুদ্ধে এর আগেও চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগ রয়েছে। আম ব্যবসায়ী আবু ছিদ্দিকসহ কয়েকজন শার্শা থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। সে সময় স্থানীয় ও জাতীয় কিছু প্রিন্ট এবং অনলাইন মিডিয়ায় তার প্রতারণার খবর ছবি-সহকারে প্রকাশিত হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম বলেন, ‘ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’