চ্যাম্পিয়ন লীগে অঘটনের শিকার লিভারপুল!
- ০১ অক্টোবর ২০২৫, ০৯:৪৫
উয়েফা চ্যাম্পিয়নস লীগে হেরে গেছে প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন লিভারপুর। তুরস্কে দুঃস্বপ্নের রাত কাটল লিভারপুলের। তুরস্কের চ্যাম্পিয়ন গালাতাসারাইয়ের কাছে ১–০ গোলে হেরে গেছে ইংল্যান্ডের চ্যাম্পিয়নরা। নিজেদের মাঠ র্যামস পার্কে ম্যাচের ১৬ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেছেন গালাতাসারাইয়ের নাইজেরিয়ান ফরোয়ার্ড ভিক্টর ওসিমেন।চ
তুর্কি ক্লাব গালাতাসারাইয়ের থেকে অনেক শক্তিশালী দল লিভারপুল। লিভারপুল কোচ আর্নে স্লট ম্যাচটিকে হালকাভাবে নিয়েছিলেন কি না, কে জানে! নয়তো দলের প্রাণভোমরা মোহাম্মদ সালাহকে শুরুতে বসিয়ে রাখার কথা নয়। যদিও স্লট ম্যাচ শেষে জানালেন, সামনে আরও অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ থাকাতেই সালাহ বিশ্রামে রাখতে চেয়েছিলেন।
কিন্তু গোল শোধে মরিয়া হয়ে ওঠায় ৬২ মিনিটে সালাহকে নামাতে বাধ্য হন স্লট। একই সময়ে আলোচিত স্ট্রাইকার আলেক্সান্দার ইসাককেও নামান। তবে গালাতাসারাইয়ের জমাট রক্ষণের সামনে আজ কেউই কাজের কাজটা করতে পারেননি।
লিভারপুকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন সম্প্রতি ম্যানচেস্টার সিটি ছেড়ে গালাতাসারাইয়ে যোগ দেওয়া তারকা মিডফিল্ডার ইলকায় গুন্দোয়ান। দমিনিক সোবোসলাই, ফ্লোরিয়ান ভির্টৎসদের কেউই স্বাভাবিক খেলা খেলতে পারেননি।
শেষ দিকে অবশ্য লিভারপুলের পক্ষে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলন রেফারি। তবে ভিএআর যাচাইয়ের পর সেটি বাতিল হলে লিভারপুলকে হার নিয়েই মাঠ ছাড়তে হয়।