মার্কেট দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
- ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২২:২৯
নীলফামারীর সৈয়দপুরে একটি মার্কেট দখলের অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় নেতার বিরুদ্ধে। বাঙালিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল খান রেজার বিরুদ্ধে এই অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ী আমিনুল ইসলাম। তিনি জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক।
আমিনুল ইসলাম দাবি করেন, ২০১১ সালে তিনি বাঙালিপুর চৌমুহনী বাজারে একটি জমি কিনে সেখানে একটি মার্কেট প্রতিষ্ঠা করেন, যার মধ্যে গোডাউন এবং দোকান ভাড়া দেওয়া আছে। তিনি জানান, মার্কেটের পেছনে কিছু খালি জায়গা রাখা হয়েছিলো, কিন্তু গত শুক্রবার বিকেলে রেজাউল খান রেজা এবং তার সহযোগীরা ওই মার্কেট দখল করতে আসে। আমিনুল ইসলাম বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে মার্কেটের দোকানগুলোর তালা বন্ধ করে দেওয়া হয়।
অভিযোগ রয়েছে, রেজাউল খান রেজা তার মার্কেট থেকে বের হতে আমিনুল ইসলামের কাছে ১০ লাখ টাকা দাবি করেছেন এবং টাকা না দিলে আরও ক্ষতি করার হুমকি দেন। তারপরে মার্কেটের দোকানগুলোতে বিএনপির ইউনিয়ন কার্যালয়ের সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রস্তাবে শিক্ষা উপদেষ্টার অনুমোদন, অপেক্ষা অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর
অভিযুক্ত রেজাউল খান রেজা এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, আমি কারও মার্কেট দখল করিনি, জায়গাটি আমার নিজস্ব ক্রয়কৃত জমি এবং সেখানে সাইনবোর্ড লাগিয়েছি।
সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার এই ঘটনার বিষয়ে বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমি অবগত আছি এবং আমরা বিষয়টি খতিয়ে দেখছি। যদি দলের নাম ভাঙিয়ে কেউ এমন কোন দখল বা চাঁদাবাজি কার্যকলাপে জড়িত থাকে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল যাতে কোনও বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। উভয় পক্ষকে বিষয়টি সমাধানের জন্য আলোচনা করতে বলা হয়েছে।