আলিম শ্রেণির আরবি বইয়ে আসছে পরিবর্তন, ৫ সদস্যের প্যানেল গঠন

বাংলাদেশ মাদ্রসা শিক্ষা বোর্ড
বাংলাদেশ মাদ্রসা শিক্ষা বোর্ড © সংগৃহীত

দীর্ঘ ৯ বছর পর আলিয়া মাদ্রাসার আলিম শ্রেণির আরবি প্রথম পত্রে পরিবর্তন ও পরিমার্জনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এ লক্ষে পাঁচ সদস্যের সম্পাদনা ও সমন্বয়ক প্যানেল গঠন করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক ছালেহ আহমাদ স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম শ্রেণির আরবি ১ম পত্র আল-লুগাতুল আরাবিয়াতুল ইত্তেসালিয়াহ পাঠ্যপুস্তকটি সর্বশেষ ২০১৬ সালে পরিমার্জন করা হয়। দীর্ঘ সময়ের মধ্যে বইটির কোনো পরিমার্জন না হওয়ায় পুরনো অনেক তথ্য অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। 

তাছাড়া জুলাই বিপ্লবের মধ্যদিয়ে ৫ আগস্টের পট পরিবর্তনের ফলে সৃষ্ট আকাঙ্ক্ষা, মূল্যবোধ ও জাতীয় লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠ্যপুস্তকটির বিষয়বস্তু হালনাগাদ করা প্রয়োজন। সার্বিক বিবেচনায় পাঠ্যপুস্তকটি পরিমার্জন ও সম্পাদনা করা জরুরি মর্মে প্রতীয়মান হয়। এ পরিপ্রেক্ষিতে আলিম শ্রেণির আরবি ১ম পত্র ‘আল-লুগাতুল আরাবিয়াতুল ইত্তেসালিয়াহ’ পাঠ্যপুস্তকটির প্রয়োজনীয় পরিমার্জন ও সম্পাদনার জন্য বিশেষজ্ঞগণের সমন্বয়ে একটি সম্পাদনা ও সমন্বয় প্যানেল গঠন করা হলো।

আরও পড়ুন: আলিয়া মাদ্রাসার আরবির শিক্ষকরা আরবি পড়াতে চান না, কারণ কী

সম্পাদনা ও সমন্বয় প্যানেলের সদস্যরা হলেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মিজানুর রহমান; বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রফেসর মাহমুদুল হক; তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবি) ড. মোহাম্মদ ছালমান; বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রফেসর এফ. এম শাকিরুল্লাহ (প্রকাশনা নিয়ন্ত্রক) ও ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ (কারিকুলাম বিশেষজ্ঞ)।

আগামী ২৮ অক্টোবরের মধ্যে পাঠ্যপুস্তকটির প্রয়োজনীয় পরিমার্জন ও সম্পাদনা কার্যক্রম সম্পন্ন করে বোর্ডে জমা প্রদান করার জন্য সম্পাদনা ও সমন্বয় প্যানেলকে অনুরোধ করা হয়েছে বলে অফিস আদেশে বলা হয়।