ক্রিকেটারদের দুঃসংবাদ দিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড

পাকিস্তান দল
পাকিস্তান দল © সংগৃহীত

ভারতের বিপক্ষে জয়ের অপেক্ষাটা ফের দীর্ঘায়িত হলো পাকিস্তানের। ২০২২ সালের পর টানা ৮ ম্যাচ ধরে টিম ইন্ডিয়ার বিপক্ষে জয়খরায় ভুগছে দ্য গ্রিন ম্যানরা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়েও হতাশার গল্প লিখেছে পাকিস্তান। এবার নাটকীয় সেই ফাইনালের পর ক্রিকেটারদের ওপর কঠোর নির্দেশনা জারি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এতে অনির্দিষ্টকালের জন্য তাদের বিদেশি লিগে খেলা বন্ধ হয়ে গেল!

পিসিবির প্রধান অপারেশন্স অফিসার (সিওও) সুমাইর আহমাদ সাঈদ এক বিজ্ঞপ্তিতে খেলোয়াড় ও এজেন্টদের উদ্দেশে এ সিদ্ধান্তের কথা জানান। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পিসিবি সভাপতির অনুমোদনক্রমে দেশের বাইরের কোনো (ফ্র্যাঞ্চাইজি) লিগে অংশগ্রহণের ক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) বা অনাপত্তিপত্র স্থগিত করা হলো। এই আদেশ বহাল থাকবে পরবর্তী ঘোষণার আগপর্যন্ত।’

অবশ্য, এই পদক্ষেপের আনুষ্ঠানিক কোনো কারণ খোলাসা করেনি পিসিবি। ধারণা করা হচ্ছে, ক্রিকেটারদের একটি পারফরম্যান্সভিত্তিক কাঠামোর সঙ্গে যুক্ত করতে চাইছে পিসিবি। কিন্তু কীভাবে সেই মূল্যায়ন হবে, তা এখনও প্রকাশ করা হয়নি। 

এই সিদ্ধান্তে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও বিগ ব্যাশে পাকিস্তানি ক্রিকেটারদের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে বিপিএল মাঠে গড়াতে পারে, তবে এখনও আসন্ন আসরের ড্রাফটের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। বিপিএলে পাকিস্তানের ক্রিকেটারদের সবর উপস্থিতি দেখা যায়, তবে এবার হয়তো তেমনটা হচ্ছে না।

বিগব্যাশও আগামী ডিসেম্বরে হবে। এই টুর্নামেন্টে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদিসহ ৭ জন ক্রিকেটারের খেলা কথা রয়েছে। এছাড়া আগামী ১ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আইএল টি-টোয়েন্টি নিলামের প্রাথমিক তালিকায় ১৮ জন পাকিস্তানি খেলোয়াড় আছেন। যেখানে নাসিম শাহ, সাইম আইয়ুব ও ফখর জামানও রয়েছেন।

এদিকে পাকিস্তানের প্রধান ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট কায়েদ-ই-আজম ট্রফি অক্টোবরেই শুরু হওয়ার কথা, যদিও ২২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল এই টুর্নামেন্ট। তবে বিভিন্ন কারণে পিছিয়ে যায় এটি। ধারণা করা হচ্ছে, এই টুর্নামেন্টে ক্রিকেটারদের খেলা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।