সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন লিটন
- ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৫
নানান জল্পনা-কল্পনা শেষে পর্দা নেমেছে এশিয়া কাপের। তবে মহাদেশীয় এই টুর্নামেন্টে প্রত্যাশিত সাফল্য পায়নি বাংলাদেশ। তবে এখনো বিশ্রামের সুযোগ মিলছে না লাল-সবুজের প্রতিনিধিদের। সামনেই আফগানিস্তান সিরিজ। তবে চোটের কারণে এই সিরিজে নেই লিটন দাস। দলীয় পারফরম্যান্স আর চোটে সবমিলিয়ে অস্বস্তিতে উইকেটকিপার এই ব্যাটার। এশিয়ান মঞ্চে ব্যর্থতার দায় নিয়ে এবার সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন টাইগার অধিনায়ক। একইসঙ্গে শিগগিরই প্রতিদান দেওয়ার প্রত্যয়ও শোনালেন তিনি।
চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মহাদেশীয় শিরোপার লড়াইয়ে পাড়ি জমিয়েছিল বাংলাদেশ। গ্রুপ পর্বের চ্যালেঞ্জ উতরে সুপার ফোরেও লাল-সবুজের প্রতিনিধিদের সামনে ফাইনালে ওঠার সহজ সুযোগ ছিল। কিন্তু অলিখিত সেই সেমিফাইনালে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স এলেও ব্যাটারদের ব্যর্থতায় শিরোপা স্বপ্নভঙ্গ হয় লিটন বাহিনীর। এতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পর আরও একটি টুর্নামেন্টে হতাশার গল্প লেখে বাংলাদেশ। এশিয়ার মঞ্চে ব্যর্থতার পাঁচদিন পর এবার সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের জন্য বার্তা দিয়েছেন লিটন।
টাইগার বলেন, ‘২০২৫ এশিয়া কাপে দল হিসেবে আমরা আমাদের সেরাটা দিয়েছি। আমাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ফাইনালে খেলা ও জেতা, তবে দুর্ভাগ্যজনকভাবে আমরা তা অর্জন করতে পারিনি। বাংলাদেশের অনুরাগী সব সমর্থকের কাছে দল হিসেবে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’
এদিকে চোটের কারণে আসন্ন আফগান সিরিজেও খেলতে পারবেন না লিটন। একই কারণে এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষেও ২২ গজ মাতানো হয়নি তার। সবমিলিয়ে লিটন বললেন, ‘ব্যক্তিগতভাবে, চোটের কারণে শেষ দুই ম্যাচ খেলতে না পারা ছিল হৃদয় ভেঙে যাওয়ার মতো। একই কারণে সামনের আফগানিস্তান সিরিজেও খেলতে পারব না আমি। সেরে ওঠার সর্বোচ্চ চেষ্টা করেছি, তবে পারিনি। এই বেদনা আমাকে লম্বা সময় পোড়াবে।’
অন্যদিকে হতাশার পাশাপাশি আস্থার রাখার আহ্বানও জানিয়েছেন টাইগার দলপতি। তার মতে, ‘টুর্নামেন্টজুড়ে উপচেপড়া সমর্থনের জন্য আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ। ক্রীড়াবিদ হিসেবে আমরা আপ্লুত যে, বিশ্বের সেরা সমর্থক আমাদের। আশা করি, আপনাদের যা প্রাপ্য, খুব দ্রুতই তা উপহার দিতে পারব।’