অনুমতি ছাড়া বালু তোলায় ভ্রাম্যমাণ আদালতের দণ্ড

জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনে জরিমান
জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনে জরিমান © টিডিসি ফটো

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অনুমতি ছাড়াই ব্যক্তি মালিকানাধীন জমি থেকে বাণিজ্যিকভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কুর্শি ইউনিয়নের বাজাকাশা গ্রামে এই অভিযান পরিচালনা করেন নবীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।

জানা গেছে, বাজাকাশা গ্রামের বাসিন্দা হাফিজুর রহমান নিজের মালিকানাধীন জমি থেকে সরকারি অনুমোদন ছাড়াই বালু উত্তোলন করছিলেন। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে মোবাইল কোর্ট বসানো হয়। ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ৭(ক) ধারা অনুযায়ী হাফিজুর রহমানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা ঘটনাস্থলেই আদায় করা হয়।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এগিয়ে আসছে দুই মাস

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে বালু উত্তোলন চলছিল। এতে আশপাশের ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছিল এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। প্রশাসনের এই কার্যক্রমকে তারা স্বাগত জানান এবং নিয়মিত অভিযান চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন, ‌‌আইন অমান্য করে ব্যক্তি মালিকানাধীন জমি থেকে বাণিজ্যিকভাবে বালু উত্তোলন করা যাবে না। এতে কৃষিজমি ও পরিবেশ হুমকির মুখে পড়ে। যারা অবৈধভাবে বালু উত্তোলন করবেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।' তিনি আরও জানান, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।