চাল দেবে না পার্শ্ববর্তী দেশ, বিকল্প ৩ দেশের নাম বললেন অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ © সংগৃহীত

পাশ্ববর্তী দেশ হঠাৎ করে চাল রপ্তানি না করার সিদ্ধান্ত নেওয়ায় কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এ পরিস্থিতিতে আতপ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। বিকল্প উৎস হিসেবে মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে চাল আমদানির পরিকল্পনা রয়েছে, যা খোলা দরপত্রের (ওপেন টেন্ডার) মাধ্যমে সম্পন্ন হবে। তবে তিনি আশ্বস্ত করে বলেন, দেশে বর্তমানে চালের পর্যাপ্ত মজুত রয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় সার আমদানির ব্যয় কমে আসা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘সৌভাগ্যবশত সারের ক্রয়মূল্য কিছুটা কমছে, এতে আমরা স্বস্তিতে আছি।’

বাজার পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চালের দাম সাম্প্রতিক সময়ে কিছুটা কমেছে। সবজির দাম ঋতুভিত্তিক হওয়ায় ওঠানামা করছে। তবে বাজার ব্যবস্থায় আমরা সর্বোতভাবে সাফল্য অর্জন করতে পারিনি, তা স্বীকার করছি।’

অর্থ পাচার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘যারা অর্থ পাচার করে তারা সব বুদ্ধি জানে। পাচার করা অর্থ ফিরিয়ে আনতে কিছুটা সময় লাগবে। ইতোমধ্যে এ বিষয়ে অগ্রগতি হয়েছে। বিভিন্ন লিগ্যাল ফার্মের সঙ্গে আলোচনা চলছে। আশা করছি, ফেব্রুয়ারির মধ্যে কিছু অর্থ ফেরত আনা সম্ভব হবে। বাকিটা ফিরিয়ে আনার ক্ষেত্র প্রস্তুত করছে অন্তর্বর্তী সরকার।’

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার যে প্রক্রিয়া চালু করেছে, নতুন সরকার তার ধারাবাহিকতা রক্ষা করতে বাধ্য। অন্যথায় এই অর্থ ফেরত আনা সম্ভব নয়, কারণ এটি একটি আন্তর্জাতিক প্রক্রিয়া (ইন্টারন্যাশনাল প্র্যাকটিস)।’

উপদেষ্টা জানান, ‘কিছুদিনের মধ্যে পুনঃমূল্যায়নের (রিভিউ) মাধ্যমে বলা যাবে ঠিক কতটা পাচার করা অর্থ ফেরত আনা সম্ভব। এরমধ্যে অনেকের সম্পত্তি জব্দ করা হয়েছে, কোন কোন দেশে তাদের অ্যাকাউন্ট ও পাসপোর্ট রয়েছে, সেই তথ্যও আমাদের হাতে আছে। তবে বাকি কার্যক্রম সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে।’

এক প্রশ্নের জবাবে, কোনো কোনো উপদেষ্টার মন্ত্রণালয়, বিশেষ করে আসিফ মাহমুদের মন্ত্রণালয়কে বেশি বরাদ্দ দেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ‘এই প্রকল্পগুলো অনেক আগেই গ্রহণ করা হয়েছে, বর্তমান ১৪ মাসের মেয়াদে হয়নি।’