শিরোপা জিতে কত টাকা পেল ভারত, বাংলাদেশ পাবে কত

ভারতের শিরোপা উল্লাস
ভারতের শিরোপা উল্লাস © সংগৃহীত

নানান বিতর্ক আর রোমাঞ্চের প্রহর শেষে পর্দা নেমেছে এশিয়া কাপের। পাকিস্তানকে হারিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের রাজত্ব ধরে রেখেছে ভারত। টানা ৭ জয়ে এশিয়া কাপের ১৭তম আসরের অপরাজিত চ্যাম্পিয়ন ম্যান ইন ব্লু’রা। তবে, শিরোপা উল্লাস পাশ-কাটিয়ে কত টাকা পাচ্ছে সূর্যকুমার যাদবের দল, তা নিয়েও কৌতূহল ক্রীড়াপ্রেমীদের।

আগের আসরগুলোর তুলনায় এবারের এশিয়া কাপে প্রাইজমানি অনেকটাই বেড়েছে। অবশ্য, এ নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে, আয়োজক কমিটির বরাতে ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, এবার চ্যাম্পিয়ন ভারত ৩ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৬৪ লাখ টাকা) পাচ্ছে।

এর আগে, ২০২৩ ওয়ানডে সংস্করণে এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত ২ লাখ ৫০ হাজার ডলার পেয়েছিল। এছাড়া ২০২২ সালে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ২ লাখ ডলার পেয়েছিল। সেই তুলনায় এবারের আসরে প্রাইজমানির অঙ্কটা অনেক বেড়েছে।

অন্যদিকে রানার্স-আপ পাকিস্তানের ঝুলিতেও ১ লাখ ৫০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৮০ লাখ টাকা) ঢুকছে। এছাড়া তৃতীয়স্থানে থাকা বাংলাদেশ প্রায় ৬০ লাখ টাকা এবং চতুর্থস্থানে থাকা শ্রীলঙ্কার ঝুলিতে প্রায় ৪০ লাখ টাকা যাবে।