৩ জনের মনোনয়ন বাতিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন বুলবুল-ফাহিম
- ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৩
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৬ অক্টোবর। এর আগে, শনিবার সকাল ১০টা হতে বিকেল ৫টা পর্যন্ত পরিচালক পদে নির্বাচনের জন্য মনোনয়ন উত্তোলন করেছিলেন প্রার্থীরা। পরে রবিবার বিকেলে শেষ হয় মনোনয়ন জমা দেওয়ার কাজ। যেখানে ৬০টি মনোনয়ন সংগ্রহের বিপরীতে ৫১টি মনোনয়ন জমা পড়েছিল।
সোমবার (২৯ সেপ্টেম্বর) যাচাই-বাছাই শেষে তিনটি মনোনয়ন অবৈধ বলে জানায় নির্বাচন কমিশন। ফলে, সবমিলিয়ে বৈধ মনোনয়ন দাঁড়ায় ৪৮।
তিনটি মনোনয়ন বাতিলের মধ্যে ঢাকা বিভাগ থেকে আব্দুল্লাহ ফুয়াদ রেদোয়ানের মনোনয়ন রয়েছে। এতে ঢাকা বিভাগ থেকে বাকি দুই প্রার্থী আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদিন ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন।
বাতিল হওয়া মনোনয়নের অন্য দুটির মধ্যে একটি চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা এবং আরেকটি রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার মনোনয়ন।
তফসিল অনুযায়ী, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মনোনয়ন বাতিল হওয়া ব্যক্তিদের আপত্তি আবেদনের সুযোগ রয়েছে। তারা আবেদন করলে মঙ্গলবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে শুনানি।
এদিকে ক্যাটাগরি-১ থেকে (জেলা বিভাগ) ১৫টি মনোনয়ন জমা পড়ছিল। যেখান খুলনা বিভাগ থেকে মাত্র দুটি মনোনয়ন জমা পড়ে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, এই বিভাগ থেকে আব্দুর রাজ্জাক এবং জুলফিকার আলি খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন। সিলেট বিভাগ থেকেও কেবল রাহাত শামসের মনোনয়ন জমা পড়ে। ফলে, তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন পরিচালক হচ্ছেন।
অন্যদিকে বরিশাল বিভাগ থেকেও একটি মনোনয়ন জমা পড়ে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই বিভাগের নতুন পরিচালক হচ্ছেন সাখাওয়াত হোসেন। এছাড়া রাজশাহী বিভাগ থেকে ৪টি, রংপুর বিভাগ থেকে ৩টি, চট্টগ্রাম বিভাগ থেকে ৪টি এবং ঢাকা বিভাগ থেকে ৩টি করে মনোনয়ন জমা পড়েছিল।
এর আগে, ক্যাটাগরি ১ (জেলা-বিভাগ) থেকে ২৫ জন মনোনয়ন নিয়েছিলেন। এর মধ্যে ঢাকায় ৩ জন, চট্টগ্রামে ৫ জন, খুলনায় ৩ জন, রাজশাহীতে ৪ জন, সিলেটে ৩ জন, রংপুরে ৬ জন এবং বরিশালে একজন করে মনোনয়ন নেন। ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব) থেকে মনোনয়ন নিয়েছিলেন ৩২ জন। এছাড়া ক্যাটাগরি-৩ থেকে ৩ জন মনোনয়ন নিয়েছিলেন।