শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতির ওপর হামলা
- ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১২
গাজীপুরের বোর্ডবাজার এলাকায় শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আবদুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে গাজীপুরে ফেরার পথে বোর্ডবাজার এলাকায় তাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
ঘটনার পরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিন্দা জানান গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান এবং এই হামলাকে পরিকল্পিত উল্লেখ করেন।
গাজীপুর মহানগর শ্রমিক অধিকার পরিষদের সভাপতি রবিন হোসাইন বলেন, ‘ঢাকা থেকে গাজীপুরে ফেরার পথে বোর্ডবাজার এলাকায় আবদুর রহমানের ওপর হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা খুব শিগগিরই পরবর্তী পদক্ষেপ সম্পর্কে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানাব।’
এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এবং আহতকে দেখতে হাসপাতালে যায়। ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।’