সাতক্ষীরার প্রথম মেয়র এম এ জলিল আর নেই

সাতক্ষীরার প্রথম মেয়র এম এ জলিল
সাতক্ষীরার প্রথম মেয়র এম এ জলিল © টিডিসি ফটো

সাতক্ষীরার প্রথম মেয়র ও জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম এ জলিল আর নেই। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সাতক্ষীরা শহরের সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ২০১৬ সালের ২৩ জানুয়ারি পর্যন্ত এম এ জলিল সাতক্ষীরা পৌরসভার প্রথম মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। তার সময় থেকেই পৌরসভায় চেয়ারম্যান পদের পরিবর্তে মেয়র পদ চালু হয়।

আরও পড়ুন: এইচএসসির ফল প্রকাশ কবে, যা বলছে বোর্ড

বিএনপির এই প্রবীণ নেতার মৃত্যুতে দলীয় নেতাকর্মী ও স্থানীয় রাজনীতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। দলের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।