ফিল্ডিংয়ে ভারত, ফাইনালেও হাত মেলালেন না দুই অধিনায়ক
- ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৬
মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত–পাকিস্তান। এতে নতুন মাত্রাও পেয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বির এই লড়াই। যেখানে টস জিতে দ্য গ্রিন ম্যানদের শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।
এদিকে গ্রুপ পর্ব ও সুপার ফোরের ম্যাচের মতো আজও টসের সময় হাত মেলাননি দুই অধিনায়ক। অবাক করার মতো ব্যাপার হলো আজ সূর্যকুমারের সঙ্গে রবি শাস্ত্রী এবং সালমানের সঙ্গে ওয়াকার ইউনিস কথা বলেছেন।
চোটের কারণে ফাইনালে নেই হার্দিক পান্ডিয়া। তার জায়গায় রিংকু সিং খেলছেন। এছাড়া সর্বশেষ ম্যাচের একাদশ থেকে আরও দুটি পরিবর্তন এনেছে ভারত। বাদ পড়েছেন দুই পেসার অর্শদীপ সিং ও হর্ষিত রানা। একাদশে ফিরেছেন জাসপ্রিত বুমরাহ ও শিবম দুবে। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে খেলা একাদশ নিয়েই মাঠে নেমেছে পাকিস্তান।
ভারতের একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সাঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, রিংকু সিং, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।
পাকিস্তানের একাদশ: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, সালমান আগা (অধিনায়ক), মোহাম্মদ হারিস (উইকেটকিপার), হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।