ইবিতে ৬-৮ অক্টোবর পর্যন্ত পরীক্ষা না নিতে নির্দেশনা
- ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৫
উৎসবমুখর পরিবেশে মুসলমান ও সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব উদযাপনের লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগামী ৬ থেকে ৮ অক্টোবর পর্যন্ত কোনো পরীক্ষা না নিতে নির্দেশনা জারি করা হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়-এর স্মারক নম্বর ৩৭.০০.০০০০.০০০.০৬১.৯৯.০১০৬. ১৭.৫৫২, তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৫ সূত্রস্থ পত্রের আলোকে দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষী পূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের নিমিত্তে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভাগসমূহে আগামী ০৬/১০/২০২৫ হতে ০৮/১০/২০২৫ তারিখ পর্যন্ত পরীক্ষা না নেয়ার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।’
উল্লেখ্য, এর আগে দুর্গাপূজার মধ্যে পরীক্ষা না নিতে বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদের আবেদনের পরিপ্রেক্ষিতে ‘সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সুন্দরভাবে দুর্গাপূজা উদ্যাপনের সুযোগ দিতে আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের বিভাগসমূহে কোনো পরীক্ষা নেওয়া যাবে না’ মর্মে নির্দেশনা দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।