বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘অংশ নেওয়া’ চার শতাধিক শিক্ষার্থী ছাত্রদলে যোগদান

ছাত্রদলে যোগদান
ছাত্রদলে যোগদান © সংগৃহীত

২০১৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী প্রায় চার শতাধিক শিক্ষার্থী জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনের (পুরাতন) অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ যোগদান সম্পন্ন হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী ও অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এসময় তিনি ছাত্রদলে নতুন যোগদানকারী শিক্ষার্থীদের হাতে ফুল দিয়ে বরণ করে নেন।

‎এ সময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার মূল চালিকাশক্তি। বৈষম্যহীন, সুশিক্ষিত ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে ছাত্রসমাজের ভূমিকা অপরিসীম। তোমাদের এই যোগদান প্রমাণ করে, তরুণ প্রজন্ম দেশের গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক আন্দোলনে শামিল হতে প্রস্তুত। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার ও স্বপ্ন পূরণের সংগ্রামে পাশে থাকবে।

আরও পড়ুন: শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএর সভায় যে সিদ্ধান্ত হলো

‎অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, দেশের গণতন্ত্র আজ ভয়াবহ সংকটে। শিক্ষার্থীদের ওপর অন্যায়, বৈষম্য ও দমন-পীড়ন চালিয়ে তাদের কণ্ঠরোধ করা হচ্ছে। কিন্তু ইতিহাস সাক্ষী, ছাত্রসমাজ কখনও অন্যায়ের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না।

‎তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেবল একটি রাজনৈতিক সংগঠন নয়, বরং এটি দেশের মেধাবী, সৎ ও আদর্শবান তরুণদের জন্য একটি প্ল্যাটফর্ম। তোমাদের এই যোগদান প্রমাণ করে, তরুণ প্রজন্ম এখন পরিবর্তনের অগ্রযাত্রায় নেতৃত্ব দিতে চায়।

‎দুলু শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, সুশিক্ষিত ও দেশপ্রেমিক তরুণ প্রজন্ম ছাড়া জাতির মুক্তি সম্ভব নয়। ছাত্রদলের পতাকা তোমাদের হাতে আজ শক্তি ও সাহসের প্রতীক হয়ে থাকবে। তোমরা ন্যায়, সত্য ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখবে।

‎ছাত্রদলে যোগদানকারী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, সালওয়া হাবিব ধ্রুব, আজমাইল সাদিক রুপক, মাইনুল ইসলাম, সায়েম আদনান, মাহিয়ান দ্বীন ও কামরুজ্জামান সুমন।

যোগদানকারী শিক্ষার্থীরা জানান, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে ছাত্রদলের সাথে যুক্ত হয়ে তারা আরও অনুপ্রাণিত ও সাহসী বোধ করছেন।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ ছাদেকুল ইসলাম পাভেল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খাঁনসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।