স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ দক্ষিণ কোরিয়ায়, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে
- ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০
আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে দক্ষিণ কোরিয়ার ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটি)। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৬ অক্টোবর ২০২৫।
‘ইউএসটি স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ ও আংশিক টিউশন ফি মওকুফ করা হবে। এ ছাড়া মাসিক উপবৃত্তি, স্বাস্থ্যবিমাসহ নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে। দক্ষিণ কোরিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ এই স্কলারশিপ বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পাওয়া প্রতিষ্ঠান থেকে উচ্চশিক্ষার সুযোগ করে দেবে।
ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটি) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। ২০০৩ সালে দেশটির বিজ্ঞান মন্ত্রণালয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রায় ৩০টি গবেষণাপ্রতিষ্ঠান পরিচালনা করছে যেখানে চিকিৎসা, প্রকৌশল, বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে গবেষণার সুযোগ রয়েছে।
সুযোগ-সুবিধা—
প্রতিবছর প্রায় ৩০০টি স্কলারশিপ প্রদান করা হয়। যা বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।
*স্নাতকোত্তরে প্রতি মাসে ১৪ লাখ ৩০ হাজার কোরিয়ান উন ভাতা প্রদান করা হবে;
*পিএইচডিতে প্রতি মাসে ১৯ লাখ কোরিয়ান উন ভাতা প্রদান করা হবে;
*সম্পূর্ণ ও আংশিক টিউশন ফি প্রদান করবে;
*দুর্ঘটনা, মেডিকেল চেকআপ, ই-লাইব্রেরি, কাউন্সেলিং ইত্যাদির জন্য ছাত্রদের সহায়তা দেওয়া হবে;
*বিনা মূল্যে কোরিয়ান ভাষা শেখার সুযোগ;
আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক করুন কানাডায়, লাগবে না টিউশন ফি, আবাসনসহ দেবে নানা সুবিধা
আবেদনের যোগ্যতা—
*স্নাতকোত্তরের জন্য স্নাতক ও পিএইচডির জন্য স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;
*ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে;
*নেতৃত্বের দক্ষতাকে প্রধান্য দেয়া হবে;
আরও পড়ুন: বিনা মূল্যে ইন্টার্নশিপের সুযোগ জাপানে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে
প্রয়োজনীয় নথি—
*গবেষণা প্রস্তাব;
*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট;
*মাস্টার্স ডিগ্রি থিসিস;
*সুপারিশ চিঠি;
*পাসপোর্টের কপি;
*পাসপোর্ট সাইজের ছবি;
*ইংরেজিতে দক্ষতার প্রমাণপত্র (আইইএলটিএস, টোয়েফল ইত্যাদি);
আরও পড়ুন: কমনওয়েলথ স্কলারশিপে বিনা মূল্যে পড়ুন যুক্তরাজ্যে, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে
আবেদনপ্রক্রিয়া—
অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারীদের ইইউএসটির (ইউএসটি) অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। আবেদন ফি ৩০ মার্কিন ডলার বা ৩৫ হাজার কোরিয়ান উন।
আবেদন করতে ও আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ১৬ অক্টোবর ২০২৫।