ভারতীয় অভিনেতার বিজয় মিছিলে পদদলিত হয়ে নিহত ৩১

বিজয় মিছিল
বিজয় মিছিল © সংগৃহীত

ভারতের তামিলনাড়ুর কারুর জেলায় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন। এনডিটিভি জানায়, শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

কারুর জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ডেভিডসন দেবাসিরভাথাম জানান, ইতোমধ্যে প্রায় ৫০০ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরও অন্তত ৪০০ জনকে আনার কাজ চলছে। এ কারণে হতাহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিজয়ের আগমন বিলম্বিত হওয়ায় মানুষ দীর্ঘ ছয় ঘণ্টারও বেশি সময় ধরে ভিড় করে দাঁড়িয়ে ছিলেন। পরে তিনি বক্তব্য শুরু করলে হঠাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একপর্যায়ে কয়েকজন অজ্ঞান হয়ে পড়লে বিজয় মঞ্চ থেকে বক্তব্য বন্ধ করে দেন এবং ভিড়ের দিকে পানি ছুড়ে দিতে থাকেন। পাশাপাশি আহতদের উদ্ধারে পুলিশের সহযোগিতা চান।

অতিরিক্ত ভিড়ের কারণে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছাতেও চরম সমস্যায় পড়তে হয়। খবর পেয়ে মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং পরিস্থিতি নিবিরভাবে পর্যবেক্ষণ করতে প্রশাসনকে নির্দেশনা দেন। স্বাস্থ্য মন্ত্রীও দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

এদিকে, ঘটনার পর ক্ষমতাসীন দল ডিএমকে অভিযোগ করেছে, অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তারা বিজয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে।