ইবির ফার্মেসি বিভাগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফার্মেসি বিভাগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বিভাগের আয়োজনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। 

ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, দেশের উৎপাদন খাত ক্রমে উন্নতি লাভ করছে। এ প্রেক্ষাপটে ফার্মেসি শিক্ষার্থীরা তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা দিয়ে স্বাস্থ্যসেবা ও ফার্মাসিউটিক্যাল শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের দক্ষতা দেশের স্বাস্থ্য খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তার বক্তব্যে বলেন, ‘ফার্মেসি নামের মধ্যেই এর মাহাত্ম্য ও সার্থকতা নিহিত রয়েছে। স্বাস্থ্য আজকের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আর সে ক্ষেত্রের সঙ্গে ফার্মেসি সরাসরি জড়িত। বিশ্বের অনেক দেশে ফার্মেসি শিক্ষা ও গবেষণা স্বাস্থ্যসেবা, ওষুধ উৎপাদন ও শিল্পখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমাদের দেশেও এ খাত দ্রুত বিকশিত হচ্ছে। যেসব শিক্ষার্থী ফার্মেসি বিষয়ে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে আগ্রহী, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সর্বোচ্চ সহযোগিতা করবে।’