ডিনারে একই ফ্রেমে বিশ্বনেতাদের সঙ্গে ফটোসেশন ট্রাম্পের, মেয়ের সঙ্গে অংশ নেন ড. ইউনূস?
- ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪১
জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদ অধিবেশনে আগত বিশ্বনেতাদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়েছে। গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের লোটে প্যালেসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজনে এই নৈশভোজে ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে বিশ্বনেতাদের ফটোসেশনে অংশ নিতে দেখা যায়।
পরবর্তীতে আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) হোয়াইট হাউজের পক্ষ থেকে এই ফটোসেশনের ছবি প্রকাশ করলে ফেসবুকে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফায়েড পেজ থেকে একটি ছবি প্রকাশ করা হয়। ছবিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তার মেয়ে দিনাকে দেখা গেছে।
জানা গেছে, একই ফ্রেমে একাধিক বিশ্বনেতা ছবি তুলেছেন ট্রাম্প। এ কারণে সবার ছবিতে পোজগুলো প্রায় সিমিলার। ট্রাম্পের সাথে বিশ্বনেতাদের এই ডিনারের ছবিগুলো হোয়াইট হাউজের পক্ষ থেকে প্রকাশের পরপরই বিভিন্ন দেশের মিডিয়ার সংবাদ প্রকাশিত হয়েছে। গ্রীসের প্রধানমন্ত্রীর একই ফ্রেমের ছবি গ্রীসের পত্রিকা প্রকাশ করছে, পানামার প্রেসিডেন্ট তার একই ফ্রেমের ছবি এক্সে প্রকাশ করেছে।
ছবি দুটির ফ্রেম একইরকম আর ড. ইউনূসের ছবির ফ্রেমও একই হওয়ার কারণে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফায়েড পেজ থেকে প্রকাশিত ছবিটি ফেসবুকে এডিটেড দাবি করছে অনেকেই।
যুক্তি-প্রমাণ হিসেবে তারা বলছে, ছবি দুটির ফ্রেম একইরকম আর ইউনূসের ফেসবুক পেজে শনিবার আপলোড দিয়ে বলেছে ছবিটি ২৩ সেপ্টেম্বরের। যদিও অন্য দেশের নেতারা এই ছবি পোস্ট করেছে বাংলাদেশ সময় ২৭ তারিখে।
ফ্যাক্ট চেকার ও বিশ্লেষক কদরুদ্দিন শিশির এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি বলেন, হোয়াইট হাউজের স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হলো, এসব ইভেন্টে ছবি তারা তুলে এবং ইভেন্টের পর তারাই গেস্টদেরকে ছবিগুলো পাঠায় এবং এরপর গেস্টরা চাইলে সেগুলো প্রচার করতে পারেন। ২৩ সেপ্টেম্বরে অনুষ্ঠিত ডিনারের ছবি তাই বিশ্বের বিভিন্ন দেশের নেতারা গতকাল বা আজ প্রকাশ করেছে।
একই ফ্রেমে একাধিক নেতা ছবি তুলেছেন বলে সবার ছবিতে পোজগুলো প্রায় সিমিলার। প্রধান উপদেষ্টার ছবি এডিট ধরলে, গ্রীসের প্রধানমন্ত্রী এবং পানামার প্রেসিডেন্টও একে অন্যের ছবি এডিট করে পোস্ট করেছেন বলে ধরে নিতে হবে!
এই ছবিটি এডিটেড হিসেবে আওয়ামী লীগ প্রচার করছে দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগের তারকা অনলাইন অ্যাক্টিভিস্ট আর নেতাদের অনলাইন অ্যাক্টিভিস্টের অবস্থা দেখলে আপনি বুঝতে পারবেন আওয়ামী লীগের দেউলিয়াত্ব কোন অবস্থায় আছে। এরা ৫ আগস্টের মত ঝড়ের মুখে পড়ার ১ বছর পরও একটুও আগাতে পারেনি, বরং দেউলিয়াত্ব আরো বাড়ছে। এরা এত এত পরিমাণ ভুয়া খবর এবং ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করে কর্মীদেরকে চাঙ্গা রাখতে ট্রাই করেছে যে, এটা হাস্যকর লেভেলে চলে গেছে।
এদিকে প্রেস উইংয়ের বরাত দিয়ে আজ শনিবার বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা এবং বিশ্বের বিভিন্ন শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। তাদের মধ্যে ছিলেন–স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।
এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ায় মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গেও সাক্ষাৎ করেন।
প্রেস উইংয়ের বার্তায় আরও বলা হয়, ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং তার মেয়ে দীনা ইউনূসের সঙ্গে ছবি তোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।