দুর্গাপূজায় ভোমরা স্থলবন্দরে টানা ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ

ভোমরা স্থলবন্দর
ভোমরা স্থলবন্দর © টিডিসি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে টানা পাঁচ দিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতের জন্য দুই দেশের ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক থাকবে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু মুসা শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভারতের পশ্চিমবঙ্গের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের ব্যবসায়ীরা দুর্গাপূজার ছুটি উপলক্ষে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার চিঠি দিয়েছে। এর প্রেক্ষিতে ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ীরাও একই সময়ে কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান বলেন, রোববার ২৮ সেপ্টেম্বর থেকে বৃহস্পতিবার ২ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী শনিবার ৪ অক্টোবর থেকে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ উপপরিদর্শক (এসআই) মো. রাসেল হাসান জানান, এ সময় আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের ইমিগ্রেশন চৌকি খোলা থাকবে এবং পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিক নিয়মে যাতায়াত করতে পারবেন।

ভোমরা স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, পূজার সরকারি ছুটি ১ ও ২ অক্টোবর হলেও ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভোমরা কাস্টমস অফিস খোলা থাকবে। এ সময়ে বন্দরের অভ্যন্তরীণ পণ্য খালাসের কাজ চলবে এবং খালাস শেষ করে ভারতীয় ট্রাকগুলো দেশে ফিরে যেতে পারবে।

ভোমরা স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে ৪০০-৫০০ ট্রাক ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য পরিবহন করে। প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীরা সমন্বয় করে এমন ছুটি পালন করে আসছেন।