পূজার ছুটিতে বাড়ি যাওয়া হলো না মা-মেয়ের; সড়কে ঝড়লো প্রাণ
- ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের নবীনগর এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
নিহতরা হলেন সুনামগঞ্জ শহরের বাসিন্দা আবেদিতা চৌধুরী (৪০), তাঁর মেয়ে প্রথমা চৌধুরী এবং সিএনজি অটোরিকশার চালক সজল ঘোষ (৫০)।
জানা গেছে, দুর্গাপূজা সামনে রেখে মেয়েকে নিয়ে হবিগঞ্জ শ্বশুরবাড়ি যাচ্ছিলেন আবেদিতা (৪০)। তাঁদের বহনকারী অটোরিকশাটি সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার পাগলা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই আবেদিতা চৌধুরী, তাঁর মেয়ে প্রথমা চৌধুরী ও অটোরিকশা চালক সজল ঘোষ (৫০) মারা যান।
নিহত আবেদিতা চৌধুরীর আত্মীয়রা জানান, আট বছর আগে স্বামী প্রণয় দাস হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর মেয়েকে নিয়েই আবেদিতার সব স্বপ্ন, সব আশা-ভরসা গড়ে ওঠে। স্বামীর মৃত্যুর পর পরিবারের সঙ্গে কিছু মনোমালিন্য দেখা দিলে তিনি হবিগঞ্জ ছেড়ে সুনামগঞ্জ শহরে চলে আসেন এবং সেখানে ভাড়া বাসায় থাকতে শুরু করেন।
তাঁর মেয়ে প্রথমা চৌধুরী (১৪) সুনামগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। মেয়ে ছিল তাঁর জীবনের কেন্দ্রবিন্দু, সংসারও আর করেননি শুধুমাত্র মেয়ের ভবিষ্যতের কথা ভেবে। সেই মেয়েকেই সঙ্গে নিয়ে যাচ্ছিলেন শ্বশুরবাড়িতে, দুর্গাপূজা উপলক্ষে। কিন্তু যাওয়ার পথেই থেমে গেল তাদের পথচলা।
আবেদিতার আত্মীয় পবিত্র দাস বলেন, ‘সড়কে একটি পুরো পরিবার শেষ হয়ে গেল। মেয়েকে নিয়েই আঁখির (আবেদিতা) সব স্বপ্ন ছিল। এই মৃত্যু শুধু একটি নয়, একাধিক জীবন ভেঙে চুরমার করে দিয়েছে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি এই সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে একের পর এক দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত ৮ জনের।