পিআরসহ ৫ দফা দাবিতে লক্ষ্মীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল
- ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৮
সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ ৫ দফা দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয় এ কর্মসূচি। এতে দলটির বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহর জামায়াতের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন দলের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি জেনারেল ও লক্ষ্মীপুর সদর-৩ আসনে জামায়াতের প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম। আশপাশের এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মীরা সমাবেশস্থলে যোগ দেন। তাদের হাতে ছিল ব্যানার ও বিভিন্ন স্লোগান লেখা ফেস্টুন।
মিছিলে ‘এই মুহূর্তে দরকার/পিআর আর সংস্কার, পিআর পদ্ধতির নির্বাচন দিতে হবে দিয়ে দাও, জামায়াত-শিবির জনতা/ গড়ে তোলো একতা’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।