বিএমটিসি ২০২৫: জাতীয় রাউন্ড অনুষ্ঠিত হচ্ছে শুক্রবার, অংশ নেবেন ৬০০ শিক্ষার্থী

বিএমটিসি ২০২৫: জাতীয় রাউন্ড অনুষ্ঠিত হচ্ছে শুক্রবার, অংশ নেবেন ৬০০ শিক্ষার্থী
বিএমটিসি ২০২৫: জাতীয় রাউন্ড অনুষ্ঠিত হচ্ছে শুক্রবার, অংশ নেবেন ৬০০ শিক্ষার্থী © সংগৃহীত

দেশব্যাপী প্রতিযোগিতামূলক গণিতচর্চা ও মননশীলতা বিকাশে আয়োজিত ‌‘BMTC 2025 - National Round’ আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে আয়োজক কমিটি দিনব্যাপী অনুষ্ঠানসূচি প্রকাশ করেছে। আয়োজনে দেশের ১৫০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নিচ্ছেন ৬০০ জনের বেশি শিক্ষার্থী। এছাড়া অভিভাবক, স্বেচ্ছাসেবক, মিডিয়া ও অতিথিসহ প্রায় এক হাজার মানুষের উপস্থিতির সম্ভাবনা রয়েছে।

দিনের কার্যক্রম শুরু হবে সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত ভেন্যু রেজিস্ট্রেশন দিয়ে। এরপর সকাল ৯টা ৩০ মিনিটে অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নির্ধারিত সময়সূচি অনুযায়ী এক্সাম হলে হবে ইন্ডিভিজুয়াল রাউন্ড। এই পর্ব শেষে ১১টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত থাকবে স্বল্প বিরতি। পরে সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এক্সাম হলে অনুষ্ঠিত হবে টিম রাউন্ড।

দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত থাকবে নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি। আয়োজকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের জন্য সকাল ও দুপুরে যথাক্রমে স্ন্যাকস ও খাবার সরবরাহ করা হবে। দিনশেষে দুপুর ২টা ৩০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে সেমিনার ও অন্যান্য কার্যক্রম।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, অংশগ্রহণকারীদের সম্মিলিত প্রচেষ্টায় BMTC 2025 - National Round সফল ও স্বার্থকভাবে সম্পন্ন হবে বলেই তারা আশাবাদী। এ আয়োজনে শুধু প্রতিযোগিতা নয়, বরং শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়, দলগত কাজ এবং আত্মবিশ্বাস বৃদ্ধির দিকটিও গুরুত্ব পাচ্ছে।