ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
- ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৬
গাজীপুরে জয়দেবপুর-ধীরাশ্রম রেলসেকশনে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতের বেলায় মহুয়া কমিউটার ট্রেন জয়দেবপুর স্টেশন অতিক্রম করে ধীরাশ্রমের দিকে যাওয়ার পথে ওই নারী ট্রেনের নিচে কাটা পড়েন। এতে মুহূর্তেই তার শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
খবর পেয়ে জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
আরও পড়ুন: জুলাই বিক্ষোভে ভাঙচুরের পর এখনও তালাবদ্ধ তিতুমীরের আঁখি হল
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদির-উজ-জামান গণমাধ্যমকে বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাটি অসতর্কতার কারণে হতে পারে, তবে এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।’
পুলিশ জানিয়েছে, নিহতের স্বজনদের খোঁজে প্রচেষ্টা চালানো হচ্ছে এবং মরদেহ সনাক্ত না হওয়া পর্যন্ত মর্গে সংরক্ষণ করা হবে।
উল্লেখ্য, জয়দেবপুর-ধীরাশ্রম সেকশন দিয়ে প্রতিদিন শতাধিক ট্রেন চলাচল করে। স্থানীয়রা বলছেন, রেললাইনের দু’পাশে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।