দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ
সরকারি কলেজের সেই অধ্যক্ষকে সরিয়ে দেওয়া হলো
- টিডিসি রিপোর্ট
- ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৬
‘কলেজ অধ্যক্ষের ভাউচার বাণিজ্য: এক হায়েসের পেছনেই বছরে ব্যয় ৬২ লাখ, দেড় লাখ হয়েছে মাউশি ডিজির একদিনের আপ্যায়ন বিল’ শিরোনামে দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমিনুল ইসলামকে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে এক আদেশে তাকে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ বদলি করা হয়েছে।
এর আগে গত ৪ সেপ্টেম্বর দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদটি প্রকাশ করা হয়। সংবাদে বলা হয়, কলেজের একমাত্র হায়েস গাড়ি রক্ষাণাবেক্ষণ, গারিচালকের বেতন এবং তেল খরচ বাবদ এক বছরে প্রায় ৬২ লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে। শুধু তাই নয়; মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের আগমন এবং খাবার বাবদ দেড় লাখ টাকা বিল করা হয়েছে।
আরও পড়ুন: এক হায়েসের পেছনেই বছরে ব্যয় ৬২ লাখ, দেড় লাখ হয়েছে মাউশি ডিজির একদিনের আপ্যায়ন বিল
অভিযোগ রয়েছে, ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অতিরিক্ত অর্থ ব্যয় দেখিয়ে আত্মসাৎ করেছেন অধ্যক্ষ আমিনুল ইসলাম। কলেজের তহবিল থেকে এমন অপ্রয়োজনীয় ব্যয়ের খবর কলেজ জুড়ে বিতর্কের জন্ম দিয়েছে। বিষয়গুলো নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) তদন্ত শুরু করেছে। এ সংবাদ প্রকাশের পর গত ১৫ সেপ্টেম্বর অভিযান চালায় দুদকের কর্মকর্তারা।
সেদিন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিষ্ঠানটির অধ্যক্ষের কক্ষে গিয়ে বিভিন্ন ধরনের কাগজপত্র যাচাই-বাছাই করেন কমিশনের কর্মকর্তারা। এ সময় বেশ কিছু বিষয়ে অসামঞ্জস্যতা পেয়েছিলেন বলেও তাো জানিয়েছিলেন।