জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র প্রণয়নে নির্দেশনা দিল শিক্ষা বোর্ড
- ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৯
সুষ্ঠু ও সুন্দরভাবে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে কেন্দ্র তালিকা প্রণয়নের জন্য নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ৮ অক্টোবরের মধ্যে এই তালিকা প্রণয়ন করতে হবে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে জুনিয়র বৃত্তি পরীক্ষা নীতিমালা- ২০২৫ এর আলোকে উপজেলা/থানা ভিত্তিক নির্বাচিত কেন্দ্র তালিকা নিম্নোক্ত ছক মোতাবেক আগামী ০৮/১০/২০২৫ খ্রি. তারিখের মধ্যেপরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে হাতে হাতে অথবা controller@dhakaeducationboard.gov.bd ই-মেইলে প্রেরণের জন্য নির্দেশক্রমে
অনুরোধ করা হলো।
