জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময়সূচি প্রকাশ

শিক্ষার্থী
শিক্ষার্থী © সংগৃহীত

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ এর অনলাইনে ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রদর্শন শিক্ষার্থীদের তথ্য সম্বলিত সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ১২ অক্টোবর দেয়া হবে। সম্ভাব্য তালিকা থেকে ১৩ অক্টোবর থেকে ১৯ অক্টোবরের মধ্যে অনলাইনে প্রক্রিয়ায় ফরম পূরণ (ইএফএফ) সম্পন্ন করতে হবে। ফি জমার সর্বশেষ সময় ১৯ অক্টোবর। পরীক্ষার ফি নির্ধারন করা হয়েছে ৪০০টাকা

আরও বলা হয়েছে, বাংলা বা ইংরেজি ভার্সন পরীক্ষায় অংশ নিতে পারবে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ইংরেজি ভার্সনে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থী থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখ করে এক কপি তালিকা পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে হাতে ১৫ অক্টোবরের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।

বিজ্ঞপ্তি দেখুন