এনসিপি-গণঅধিকার একীভূত হওয়ার আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে: সারজিস
- ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩০
গণঅধিকার পরিষদের সঙ্গে একীভূত হওয়ার চলমান আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে এনসিপির সিলেট জেলা ও মহানগর আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, আমাদেরকে (এনসিপি) নির্বাচনের মুখোমুখি দাঁড় করাবেন না। আমরা নির্বাচনের বিপক্ষে নই। ফেব্রুয়ারী বা তার আগেই নির্বাচন হোক—এতে আমাদের আপত্তি নেই। তবে শর্ত হচ্ছে, গত ১৭ বছর যারা দেশ লুট করেছে, নির্বিচারে মানুষ হত্যা করেছে এবং জুলাই-আগস্টে আমাদের ভাইদের হত্যা করেছে—তাদের বিচার দৃশ্যমান হতে হবে। প্রধান কালপ্রিটদের বিচারের নিশ্চয়তা ছাড়া আমরা নির্বাচনে যেতে রাজি নই।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর আমাদের ভাইদের রক্তের ওপর যারা উপদেষ্টা হয়েছেন, তারা কী সংস্কার করেছেন, সেটা আমরা জানতে চাই। ‘সংস্কার’ শব্দটি সবচেয়ে বেশি আমরাই (এনসিপি) বলে আসছি। শুধুমাত্র নির্বাচনের জন্য তো গণঅভ্যুত্থান হয়নি। ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ প্রধান অপরাধীদের বিচার দেখতে চাই। যখন এ রায় কার্যকর হবে, তখনই অন্তত আমরা নিশ্চিত হতে পারব যে সবার বিচার একদিন হবে।
আরও পড়ুন: শিক্ষার্থীকে মারধর করে পদ হারালেন বাগছাস নেতা
সারজিস আলম জানান, নির্বাচনে যাওয়ার আগে জনগণের ভিত্তি আরও শক্তিশালী করতে হবে। এজন্য তারা সারাদেশে ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলছেন। আগামী নভেম্বরের মধ্যেই প্রতিটি ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠন করার পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।
সিলেট নগরীর একটি হোটেলে সিলেট জেলা ও মহানগরের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাসসহ সিলেট জেলা ও মহানগর এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ । পরে সারজিস আলম জেলা, মহানগর ও উপজেলা নেতৃবৃন্দের সমন্বয় সভায় যোগ দিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।