ঢাবিতে পরীক্ষা নিয়ন্ত্রক একজন, চিঠি ইস্যু হয় আরেকজনের নামে
- ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫৩
প্রায় দেড় যুগ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরীক্ষা নিয়ন্ত্রক পদে বহাল তবিয়তে ছিলেন সাবেক ভিসি আখতারুজ্জামানের ঘনিষ্ঠজন ও ব্যাপক আলোচিত-সমালোচিত মো. বাহালুল হক চৌধুরী। এরই মাঝে গত মার্চ মাসে ছুটির আবেদন করলে তার ছুটি মঞ্জুর হয়। পরে এ পদে ভারপ্রাপ্ত হিসেবে বসানো হয় উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তীকে।
কিন্তু ড. হিমাদ্রি শেখর ভারপ্রাপ্ত হলেও এখনো বিভাগগুলোতে বাহালুল হকের নামে ও স্বাক্ষরেই চিঠি ইস্যু হচ্ছে বলে জানা গেছে। হিমাদ্রি শেখর চক্রবর্তী বর্তমান পরীক্ষা নিয়ন্ত্রক থাকাবস্থায় কীভাবে বাহালুল হকের নামে চিঠি হস্তান্তর হয়, তা নিয়ে ক্যাম্পাসে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
যদিও ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন হিমাদ্রি
সূত্রের দেওয়া তথ্যমতে, বুধবার (২৪ সেপ্টেম্বর) সামাজিক বিজ্ঞান অনুষদের এক বিভাগে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে পরীক্ষা সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। এতে দেখা যায়, বাহালুল হক চৌধুরির স্বাক্ষর করা। শুধু এই এক বিভাগই নয়, বরং আরও কয়েকটি বিভাগে এমন চিঠি এসেছে বলে শোনা যাচ্ছে। এ সংক্রান্ত তথ্য দ্য ডেইলি ক্যাম্পাসের হাতে রয়েছে।
শুধু তাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ডিইউ অ্যাপসেও পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে বাহালুল হকের নাম, পরিচয় ও ছবি রয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ডিইউ অ্যাপস ব্রাউজ করে এসব তথ্য দেখা যায়।
এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বাহালুল হক চৌধুরী বর্তমানে ছুটিতে আছেন। যার কারণে ওয়েবসাইট এবং ডিইউ অ্যাপসে তার নাম রয়েছে।
তবে বাহালুল হক চৌধুরীর নামে চিঠি প্রেরণের ব্যাপারে তিনি বলেন, এরকমটা তো হওয়ার কথা নয়। আমি খোঁজ নিচ্ছি।