শ্রেণিকক্ষে অর্ধশত শিক্ষার্থীকে বাগছাস নেতার মারধর, এইচআরএসএস’র নিন্দা

বাগছাস নেতা ইমতিয়াজ আহম্মদ (ইমতি) ও এইচআরএসএস লোগো
বাগছাস নেতা ইমতিয়াজ আহম্মদ (ইমতি) ও এইচআরএসএস লোগো © সংগৃহীত

রংপুর মহানগরের হারাটি উচ্চবিদ্যালয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করে প্রায় অর্ধশত ‘অকৃতকার্য’ শিক্ষার্থীকে মারধর করার ঘটনায় ব্যাপক ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। স্থানীয় বাগছাস নেতা ইমতিয়াজ আহম্মদ (ইমতি) শিক্ষার্থীদের মারধর করেন। ফলে শিক্ষার্থী গুরুতর আহত হন এবং তাদের মানসিক অবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এক বিবৃতিতে তীব্র প্রতিবাদ জানিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে। সংস্থাটি এই ঘটনার নিন্দা জানিয়ে বলে, ‘শিক্ষাপ্রতিষ্ঠান একটি নিরাপদ পরিবেশে শিক্ষার কেন্দ্র হওয়া উচিত, কিন্তু এই ধরনের সহিংসতা শুধু শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক ক্ষতি ঘটায় না, বরং সমাজ ও শিক্ষাঙ্গনের প্রতি আস্থা হ্রাস করে।’

এইচআরএসএস’র দাবি, শিক্ষার্থীদের মৌলিক অধিকার স্পষ্টভাবে লঙ্ঘিত হয়েছে এবং শিক্ষাঙ্গনের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংস্থাটি ঘটনার দ্রুত তদন্ত ও দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানায়, পাশাপাশি আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও মানসিক সহায়তা নিশ্চিত করার উপরও গুরুত্ব দেয়। এইচআরএসএস ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা প্রতিরোধে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।

এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখতে এবং শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সংস্থাটি।