এনবিআর চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ হ্যাক, বার্তা পাঠিয়ে চাওয়া হচ্ছে টাকা
- ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৮
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক হয়েছে। ইতোমধ্যে তার নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা বিকাশ করার অনুরোধ গেছে। সে কারণে কাউকে বিভ্রান্ত না হতে অনুরোধ করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এনবিআর চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কোনোপ্রকার লেনদেন কিংবা যোগাযোগ না করার জন্য অনুরোধ করা হলো।
এনবিআর সূত্রে জানা যায়, এরইমধ্যে ৩৫ হাজার টাকা ও ২৬ হাজার টাকা বিকাশ করার অনুরোধ করে মেসেজ পাঠানোর প্রমাণ মিলেছে। হ্যাকার এনবিআর চেয়ারম্যান সেজে ওই টাকা বিকাশে চেয়ে মেসেজ দিয়েছে এবং আগামীকালকের মধ্যে ফেরত দেবন বলেও উল্লেখ করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানা গেছে।