ফের ইবির প্রক্টর নিয়োগ পেলেন অধ্যাপক শাহীনুজ্জামান
- ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৭
দ্বিতীয় মেয়াদে পুনরায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহীনুজ্জামান।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগপ্রাপ্ত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ শাহীনুজ্জামানের মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর শেষ হওয়ায় ১অক্টোবর হতে তাকে (দ্বিতীয়বার) পরবর্তী ১ (এক) বছরের জন্য প্রক্টর হিসেবে উপাচার্য পুনঃনিয়োগদান করেছেন।
উল্লেখ্য, এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক সুযোগ-সুবিধা পাবেন।