মা হচ্ছেন ক্যাটরিনা কাইফ, সত্য হলো গুঞ্জন

মা হচ্ছেন ক্যাটরিনা কাইফ
মা হচ্ছেন ক্যাটরিনা কাইফ © সংগৃহীত

বেবি বাম্পসহ ছবি দিয়ে নিজেদের জীবনের সবচেয়ে বড় খুশির খবর ভক্তদের জানালেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। মঙ্গলবার নিজেদের ইন্সটাগ্রামে পোস্টের মাধ্যমে তারা এ বিষয়টি নিশ্চিত করেছেন। এতে দীর্ঘদিন ধরে চলা গুঞ্জন সত্য হচ্ছে।

২০২১ সালে রাজস্থানের একটি রিসোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। তার ১০ বছর আগেই নাকি পরিবার পরিকল্পনার কথা জানিয়েছিলেন অভিনেত্রী। তাদের চার বছরের দাম্পত্য জীবনে এটাই প্রথম সন্তান হতে যাচ্ছে ক্যাটরিনা-ভিকি দম্পতির।

বহুদিন ধরেই বলিউড মহলেঅভিনেত্রীর মা হওয়া নিয়ে চলছিল নানা গুঞ্জন। এ গুঞ্জনকে সত্যি প্রমাণ করে এবার নিজেরাই ইন্সটাগ্রামে বেবি বাম্পের ছবি দিলেন। চলতি বছরের শেষের দিকেই তাদের ঘরে নতুন অতিথি আসবে বলে জানা গেছে। নেটিজেনরাও তাদের অনাগত সন্তানকে স্বাগতম জানিয়েছেন।

আরও পড়ুন: ইউটিউবে ভিডিও দেখে রকেট তৈরি করলেন চীনা তরুণ

ইন্সটাগ্রাম পোস্টে সাদা রঙের পোশাকে বেবি বাম্পসহ ক্যাটরিনাকে দেখা গেছে। পাশে দাঁড়িয়ে ভিকি, আলতো করে বেবি বাম্প ছুঁয়ে রয়েছেন। ক্যাপশনে তারা লিখেছেন, ‘আনন্দ আর কৃতজ্ঞতায় ভরা মন নিয়ে জীবনের সেরা অধ্যায় শুরু করার পথে আমরা।’