ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার
- ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২
আওয়ামী লীগ নেতা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, অজয় কর খোকন ১৯৯৬ সালে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় দায়িত্বে ছিলেন। এছাড়াও তিনি কিশোরগঞ্জের একটি আসনের মনোনয়ন প্রত্যাশীও ছিলেন।
এদিন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক নারী কাউন্সিলর ও মহিলা আওয়ামী লীগ নেত্রী হাজেরা খাতুন নার্গিসকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।