‘তখন কোন ভুলে হাসছিলাম আমি জানি না’
- ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০
মডেলিংয়ের পাশাপাশি নিয়মিতভাবে আইনপেশায় সক্রিয় পিয়া জান্নাতুল। একসময় সাবেক সংসদ সদস্য ও আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের চেম্বারে সহকারী আইনজীবী হিসেবে কাজ করতেন তিনি। কয়েক বছর আগে সেখানকার একটি মুহূর্ত বদলে দেয় তার পরিচিতি।
কালো কোর্ট পরে ব্যারিস্টার সুমনের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় তোলা একটি ভিডিও ক্লিপে পিয়াকে হালকা মুচকি হাসতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। রাতারাতি আলোচনার শীর্ষে চলে আসেন পিয়া জান্নাতুল। নতুন মুখ হিসেবে পরিচিত হলেও, মাত্র কয়েক সেকেন্ডের এক ঝলক হাসিই তাকে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। সেই হাসিকে ঘিরে তৈরি হয় অসংখ্য রিলস, মিম ও ভিডিও।
সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পিয়া জান্নাতুল। সেখানে সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে ভাইরাল হওয়া সেই হাসির প্রসঙ্গ। জবাবে পিয়া জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে তাকে নানা ভোগান্তির মুখে পড়তে হয়েছে, বিশেষ করে ৫ আগস্টের পর থেকে।
তিনি বলেন, ‘তখন কোন ভুলে হাসছিলাম আমি জানি না। কিন্তু সেটা ভাইরাল হওয়ার কারণে আমি যে পরিমাণ ভোগান্তির মধ্যে দিয়ে গিয়েছি, বিশেষ করে ৫ আগস্টের পর, সেটা বলার বাইরে।”
শোবিজ অঙ্গনে অনেকেই আইনশিক্ষিত হলেও নিয়মিত আদালতে প্র্যাকটিস করা তারকাদের সংখ্যা হাতে গোনা। সেই দিক থেকে পিয়া জান্নাতুল ব্যতিক্রম। আইন ও বিনোদন জগত—দুই অঙ্গনে সমান সক্রিয় তিনি। তবে একটি নিরীহ মুচকি হাসি যে তাকে দীর্ঘদিন ধরে সামাজিক ও পেশাগতভাবে বিব্রত করবে, তা কখনোই ভাবেননি বলে জানান এই আইনজীবী-মডেল।