ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাবজেক্ট চয়েসের ফল প্রকাশ
- ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০০:২৭
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের সাবজেক্ট ও কলেজ চয়েসের ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।
শিক্ষার্থীরা https://dcuadmission.org ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট দেখতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ২৫ অক্টোবরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ভর্তি শেষে আগামী ৩০ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন না করলে আসন খালি বিবেচনা করে মেধাক্রম অনুযায়ী পরবর্তী প্রার্থীদের ডাকা হবে। ভর্তি সংক্রান্ত যেকোনো আপডেট, প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা ও ফি-এর তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের নিয়মিতভাবে ওয়েবসাইট পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে, গত ২৬ আগস্ট ভর্তি পরীক্ষার মূল ফল প্রকাশ করা হয় এবং ১৫ সেপ্টেম্বর থেকে সাবজেক্ট ও কলেজ চয়েস কার্যক্রম শুরু হয়।
প্রসঙ্গত, ভর্তি পরীক্ষার মেধাক্রম তৈরি হয়েছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বরসহ মোট ১২০ নম্বরের ভিত্তিতে। তিন ইউনিটে ১১ হাজার ১৫০টি আসনের বিপরীতে প্রায় ৭২ হাজার শিক্ষার্থী আবেদন করেছিলেন। গত ২২ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ২৩ আগস্ট বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটে্র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।