হাঁটুপানি মাড়িয়ে স্কুলে যাতায়াত, চর্মরোগে ভুগছে শিক্ষার্থীরা
- ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২২:২৮
নাটোরের লালপুর উপজেলার দূড়দুরিয়া ইউনিয়নের জোতগৌরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্ষা মৌসুমে চরম দুর্ভোগে পড়েছে। বিদ্যালয়ের একমাত্র যাতায়াতের রাস্তা হাঁটুসমান পানিতে ডুবে যাওয়ায় শিক্ষার্থীদের স্কুলে আসা-যাওয়া কষ্টসাধ্য হয়ে উঠেছে। এতে অনেক শিক্ষার্থী ঘা, চুলকানি ও পাচড়ার মতো চর্মরোগে আক্রান্ত হচ্ছে। ফলে শিক্ষার্থীদের অনেকে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, ময়লা পানি মাড়িয়ে শিক্ষার্থীদের স্কুলে আসা-যাওয়া করতে হচ্ছে। এর মধ্যেই কয়েক দিন আগে এক শিশু শিক্ষার্থী পিছলে পানিতে পড়ে গেলে শিক্ষকরা উদ্ধার করে বাড়ি পৌঁছে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় শিশু শ্রেণির পাঠদান সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক জানান, জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা স্কুলে আসতে নিরুৎসাহিত হচ্ছে। যারা নিয়মিত আসে তাদের অনেকেই চর্মরোগে আক্রান্ত হচ্ছে। অতিরিক্ত জলাবদ্ধতার কারণে শিশু শ্রেণির পাঠদান বন্ধ রাখতে হয়েছে।
স্থানীয় অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ বলেন, ‘প্রতিবছর বর্ষার সময় এই স্কুলটি পানিতে ডুবে যায়। শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হয়। আমরা দ্রুত এর স্থায়ী সমাধান চাই।’
এদিকে শিক্ষকরা অভিযোগ করেন, বিদ্যালয়ে এখনো কোনো বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হয়নি। ফলে মাঝেমধ্যেই ফ্যানসহ নানা আসবাব চুরির ঘটনা ঘটছে।
শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকরা বিদ্যালয়ের চলমান সংকট নিরসনে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।