মানিকগঞ্জে ভাড়া বাসা থেকে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার
- ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৮
মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকার একটি আবাসিক ফ্ল্যাট থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন শেখা আক্তার (২৯), তার ছেলে আরাফাত ইসলাম আলভী (৯) ও মেয়ে সাইফা আক্তার (২)। নিহত শেখা আক্তার প্রবাসী শাহীন আহমেদের (৪২) স্ত্রী। শাহীন দুই মাস আগে জীবিকার তাগিদে মালয়েশিয়া যান। এর আগে তিনি এলাকায় ইজিবাইক চালাতেন।
জানা গেছে, শাহীন আহমেদ ও শেখা আক্তার দুজনেরই এটি ছিল দ্বিতীয় বিয়ে। বছর দুয়েক আগে তাদের সংসার হয়। এ ঘরে একটি কন্যাসন্তান রয়েছে। নিহত শেখা আক্তারের আগের ঘরের ৯ বছর বয়সী ছেলে আরাফাতও তাদের সঙ্গে থাকত।
নিহত শেখা আক্তারের শ্বশুরপক্ষের স্বজন আমান আনসারী জানান, শাহীনের বাবা-মা কেউ বেঁচে নেই। প্রথম স্ত্রীকে তালাক দিয়ে পাঁচ বছর আগে শেখা আক্তারকে বিয়ে করেন শাহীন। দেশে থাকাকালে তিনি ইজিবাইক চালাতেন। মালয়েশিয়া যাওয়ার এক মাস আগে তিনি স্ত্রী ও সন্তানদের ওই ভাড়া ফ্ল্যাটে তুলেছিলেন।
পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া আলমগীর হোসেন বলেন, ‘দেড় মাস আগে তারা এখানে ওঠেন। আজ সকালে বিদ্যুতের বিল চাওয়ার জন্য দরজায় নক করি, কিন্তু কোনো সাড়া পাইনি। পরে বাড়িওয়ালাকে জানালে তিনিও চেষ্টা করে ব্যর্থ হন। এরপর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করে।’
মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে অ্যালুমিনিয়াম ফসফাইডের উপকরণ উদ্ধার করা হয়েছে। ফ্ল্যাটটি ভেতর থেকে তালাবদ্ধ থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা দুই সন্তানকে বিষ পান করিয়ে নিজেও বিষপান করে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।