২০ হেভিওয়েট প্রার্থীকে টেক্কা দিয়ে সভাপতি পদে লড়তে পারবেন তামিম?

তামিম ইকবাল
তামিম ইকবাল © সংগৃহীত

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কাউন্সিলর বা ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। অবশ্য, ১৭৭টি কাউন্সিলর পদের মধ্যে ৬টি নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে তিন হেভিওয়েট প্রার্থী আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ ও তামিম ইকবাল ছাড়াও বেশ কিছু মুখ সবমিলিয়ে আলোচনায়।

এতে ক্যাটাগরি-২ এ ৭৬টি ক্লাব থেকে কাউন্সিলর মনোনয়ন দেওয়ার নিয়ম থাকলেও খসড়া তালিকায় ৬১ জনের নাম ঘোষণা করা হয়েছে। বাকি ১৫টি ক্লাবকে নিয়ে বিতর্ক থাকায় তাদেরকে আপিলের সুযোগ দেওয়া হয়েছে। ক্লাবের আপিল যাচাই-বাছাই শেষে ক্লাবগুলোর ভোটাধিকারের বিষয়টি বিবেচনা করবেন নির্বাচন কমিশন। এই ক্যাটাগরি থেকে মোট ১২ জন পরিচালক নির্বাচিত হবেন।

এদিকে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ক্যাটাগরি-১ থেকে নির্বাচন করায় অন্য দুই হেভিওয়েট প্রার্থী সঙ্গে এখনই তার লড়াই হচ্ছে না। তবে বাকি দুই হেভিওয়েট প্রার্থী তামিম ও ফারুককে বন্ধুর পথই পাড়ি দিতে হবে রীতিমতো।

রেঞ্জার্স ক্রিকেট একাডেমি থেকে কাউন্সিলরশিপ নিয়েছেন সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ। একদম অন্তিম মুহূর্তে কাউন্সিলরশিপ জমা দিয়েছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবাল ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব থেকে ভোটার হয়েছেন।

এই ক্যাটাগরি থেকে প্রিমিয়ার ডিভিশনের ১২ ক্লাবের মধ্যে আবাহনী থেকে শেখ বশির আহমেদ, মোহামেডান থেকে মাসুদুজ্জামান, গাজী গ্রুপ থেকে মো. রফিকুল ইসলাম, লিজেন্ডস অব রূপগঞ্জ থেকে মো. লুৎফর রহমান, অগ্রণী ব্যাংক থেকে মো. আনোয়ারুল ইসলাম, প্রাইম ব্যাংক থেকে তানজিল চৌধুরী, ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে ইসতিয়াক সাদেক, রূপগঞ্জ টাইগার্স থেকে আদনান রহমান দীপন, ব্রাদার্স থেকে ইশরাক হোসেন, পারটেক্স থেকে আজিজ আর কায়সার টিটো এবং শাইনপুকুর থেকে আসিফ রব্বানী ভোটার বা কাউন্সিলর হয়েছেন।

তবে চমকের এখানেই শেষ নয়, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ পর্যায়ের ক্লাবগুলোতেও বেশকিছু চমক রয়েছে। যেখানে বর্তমান বিসিবি পরিচালক ফাহিম সিনহা সূর্য তরুণ ক্লাব, সাবেক পরিচালক রফিকুল ইসলাম বাবু ইন্দিরা রোড ক্রীড়াচক্র, মনজুর আলম রেগুলার স্পোর্টিং ক্লাব থেকে কাউন্সিলর হয়েছেন।

এছাড়া প্রথম বিভাগ ক্লাবগুলোর মধ্যে সিটি ক্লাব থেকে মো. মঈনুল হক মঈন, ঢাকা লেওপার্ডস থেকে মো. হানিফ ভূঁইয়া, গাজী টায়ার্স ক্রিকেট একাডেমী থেকে মোহাম্মদ সাজেদুল ইসলাম মজুমদার, উত্তরা ক্রিকেট ক্লাব থেকে ফায়াজুর রহমান, আম্বার স্পোর্টিং ক্লাব থেকে শওকত আজিজ রাসেল, খেলাঘর সমাজ কল্যান সমিতি থেকে সাইফুল আলম নীরব, বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব থেকে মো. ছিবগাত উল্লাহ, শেখ জামাল ক্রিকেটার্স থেকে মেহতাব উদ্দিন আনোয়ার আহাম্মেদ, লালমাটিয়া ক্লাব থেকে সাফকাত আহমেদ, বসুন্ধরা রাইডার্স থেকে মো. মেহেদী রহমান, প্রাইম ধলেশ্বর স্পোর্টিং ক্লাব থেকে আবুল বাশার, কাকরাইল বয়েজ ক্লাব থেকে মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, কলাবাগান ক্রীড়া চক্র থেকে মো. আব্দুল লতিফ, ঢাকা স্পার্টান্স ক্রিকেট ক্লাব থেকে আমজাদ হোসেন, বুজ ক্রিকেটার্স থেকে মো. জগলুল হুদা, ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব থেকে সামসুন নাহার, আজাদ স্পোর্টিং ক্লাব থেকে মির্জা ইয়াসির আব্বাস কাউন্সিলর হয়েছেন।

দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্লাবগুলোতে বেশকিছু জনপ্রিয় ও হেভিওয়েট প্রার্থী রয়েছেন, যারা আসন্ন নির্বাচনে এই ক্যাটাগরি থেকে পরিচালক পদে নির্বাচন করবেন। সবমিলিয়ে তামিম ইকবালের জন্য কঠিন এক পথই অপেক্ষা করছে। আর পরিচালক পদে নির্বাচিত হওয়ার পরই তামিমের সামনে বিসিবি ‘সভাপতি’ পদে নির্বাচনের সুযোগ তৈরি হবে। আপাতত, পরিচালক পদে উতরে যেতে প্রায় ২০ হেভিওয়েট প্রার্থীকে টেক্কা দেওয়ায় তামিমের সামনে অন্যতম চ্যালেঞ্জ।