জাবিতে ছাত্র-শিক্ষক কেন্দ্রের নতুন পরিচালক অধ্যাপক জাকির হোসেন

জাবি লোগো ও অধ্যাপক মো. জাকির হোসেন
জাবি লোগো ও অধ্যাপক মো. জাকির হোসেন © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

অফিস আদেশে জানানো হয়, ছাত্র শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আহমেদ রেজার নিয়োগের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে। এছাড়া অতিরিক্ত পরিচালক হিসেবে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ খোরশেদ আলমকে নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও জানানো হয়, তাদের উভয়ের নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। প্রচলিত নিয়মে তাঁরা উক্ত পদের ভাতা ও সুযোগ-সুবিধা ভোগ করবেন। বিদায়ী ও নব-নিযুক্ত পরিচালককে অনুগ্রহপূর্বক দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর করে এবং অতিরিক্ত পরিচালককে অনুগ্রহপূর্বক দায়িত্ব গ্রহণ করে তার অনুলিপি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নিকট পাঠাতে অনুরোধ করা হলো।

অধ্যাপক জাকির হোসেন বলেন, ‘আমি আমার দায়িত্ব যথাসাধ্য পালন করার চেষ্টা করবো। দ্রুত টিএসসির সব সংগঠনের সঙ্গে যোগাযোগ করব। সবার সহযোগিতা কামনা করছি।’