ভারতকে হারানোর ছক প্রস্তুত বাংলাদেশের, একাদশে থাকছেন সাকিব?

উড়ন্ত ভারতকে মাটিতে নামাতে চায় বাংলাদেশ
উড়ন্ত ভারতকে মাটিতে নামাতে চায় বাংলাদেশ © ফাইল ছবি

এশিয়া কাপে রীতিমত উড়ছে ভারত। তোয়াক্কাই করছে না কারো। পাকিস্তানের বিপক্ষে তাদের দাপট ছিল স্পষ্ট। ভয়ডরহীন, প্রচণ্ড আত্মবিশ্বাসী ভারতের বিপক্ষে বাংলাদেশকে নামতে হবে সুপার ফোরের ম্যাচে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচের জন্য টাইগার একাদশ নির্ধারণ করা একটু কষ্টসাধ্য কাজ বটে। তবুও নিজেদের পূর্ণ শক্তি নিয়েই হয়ত নামতে চাইবে লিটন দাসের দল।

প্রথম প্রশ্নটাই চলে আসতে পারে- শরিফুল ইসলামকে ঘিরে। তার একাদশের বাইরে চলে যাওয়া রীতিমত অবধারিত। সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে একেবারেই নিষ্ফলা ছিলেন বা-হাতি এই পেসার। সে কারণে তিনি ভারতের বিপক্ষে একাদশে সুযোগ পাবেন না- তা ধরে নেওয়াই যায়।

তার পরিবর্তে একাদশে যুক্ত হতে পারেন তানজিম হাসান সাকিব। ভারতের বিপক্ষে তার আগ্রাসনকেই কাজে লাগাতে চাইবে বাংলাদেশ দল। টিম ইন্ডিয়ার বিপক্ষে তিন টি-টোয়েন্টি ম্যাচে সাত উইকেট রয়েছেন তানজিম সাকিবের ঝুলিতে। ভারতের ব্যাটিং অর্ডারের পোক্ত ভীতটা গড়ে দেন মূলত অভিষেক শর্মা। তার ধুন্ধুমার ব্যাটিংয়ের কারণে পরবর্তী ব্যাটাররা বেশ সাবলীলভাবেই রান তোলার কাজটা করে যেতে পারেন।

আর সেই অভিষেকের বিপক্ষে সাকিবের রেকর্ড টাইগার বোলারের পক্ষে কথা বলছে। ভারতকে চাপে ফেলতে হলে শুরুতেই অভিষেক শর্মাকে ফেরাতে হবে। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে দুই দেখায়, দু’বারই অভিষেকের উইকেট নিয়েছেন তানজিম সাকিব। তার বিরুদ্ধে স্রেফ আটটি রান নিতে পেরেছেন ভারতের বা-হাতি এই ব্যাটার। অতএব ভারতের বিপক্ষে তানজিম সাকিব খেলতে চলেছে সেটা প্রায় নিশ্চিত।

ব্যাটিং অর্ডারে খুব বেশি পরিবর্তন আনতে চাইবে না বাংলাদেশ। আগের দিন ব্যাটাররা ১৬৯ রান তাড়া করে জয় ছিনিয়ে এনেছে। সুতরাং সেখানটায় পরিবর্তনের বিশেষ প্রয়োজন নেই। তবে স্পিন আক্রমণে রিশাদ নাকি নাসুম- এমন একটা প্রশ্নের সম্মুখীন হতে পারে টাইগার টিম ম্যানেজমেন্ট।

ভারতের বিপক্ষে রিশাদের পরিসংখ্যান মোটেও তার পক্ষে নেই। তরুণ এই লেগ স্পিনার চার টি-টোয়েন্টি ম্যাচে প্রায় ১৪ ইকোনমিতে রান বিলিয়েছেন। উইকেট নিতে পেরেছেন মোটে পাঁচটি। এর মধ্যে দুইটি উইকেট কুলদ্বীপ যাদব ও আর্শদ্বীপ সিংয়ের। অন্যদিকে নাসুম আহমেদ ভারতের বিপক্ষে খেলেননি কোন টি-টোয়েন্টি ম্যাচ। সেদিক থেকে খানিকটা বিপাকে হয়ত ফেলতে পারেন তিনি। বিশেষ করে ডানহাতি ব্যাটারদের।

সে দিক বিবেচনায় নাসুমকে রেখেই হতে পারে বাংলাদেশের একাদশ। তাছাড়া ভারতের বিপক্ষে একজন বোলার কম খেলানোর বিন্দুমাত্র সুযোগ নেই। টিম ইন্ডিয়ার মূল শক্তির জায়গা তাদের ব্যাটিং। অতএব নুরুল হাসান সোহান কিংবা পারভেজ হোসেন ইমনকে একাদশে অন্তর্ভুক্ত করা কঠিন। অতএব এক পরিবর্তন নিয়েই হয়ত ভারতের মোকাবেলা করতে নামবে লিটন দাস ও তার দল।

বাংলাদেশের (সম্ভাব্য) একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মাহেদি, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।