ফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে পাকিস্তানের সামনে যে সমীকরণ
- ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২১
ভারতের কাছে হেরে রীতিমতো দেয়ালের সঙ্গে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে পাকিস্তান। অন্যদিকে, বাংলাদেশের কাছে প্রথম ম্যাচে পরাজয়ের পর শ্রীলঙ্কার অবস্থাও অনেকটা একই রকম। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দল দুটি। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় গড়াবে ম্যাচটি।
অবশ্য, এই স্টেডিয়ামে শ্রীলঙ্কার ভালো স্মৃতি রয়েছে। কারণ, গ্রুপ পর্বের দুই ম্যাচেই জয় পেয়েছিল চারিথ আসালঙ্কার দল। তবে, দ্য গ্রিন ম্যানদের পরিস্থিতি একদমই ভিন্ন। দীর্ঘদিন এই মাঠে ম্যাচ খেলেনি দলটি। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আগে আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলেও এই মাঠে কোনো ম্যাচই খেলা হয়নি। ফলে, অনেকটা অনভিজ্ঞতা নিয়েই 'ডু অর ডাই' ম্যাচে নামতে হচ্ছে সালমান আলী আগা বাহিনীর।
এই ম্যাচের আগে অবশ্য পাকিস্তানই সবচেয়ে বেশি পিছিয়ে। ভারতের বিপক্ষে ৭ বল হাতে রেখে পরাজয়ের পর টেবিলের সবচেয়ে নিচে দ্য গ্রিন ম্যানরা। তাদের নেট রানরেট -০.৬৮৯, আর পয়েন্ট শূন্য (০)।
অন্যদিকে কিছুটা ভালো অবস্থানে লঙ্কানরা। যদিও তাদের পয়েন্টও শূন্য (০), তবে নেট রানরেট একটু ভালো; বাংলাদেশের বিপক্ষে হারের পর শ্রীলঙ্কার নেট রানরেট -০.১২১। এতে পয়েন্ট তালিকার তৃতীয়স্থানে লঙ্কানরা।
তবে আজ যে দলই জিতুক, শীর্ষে ওঠার সুযোগ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ, দুই দলেরই ঋণাত্মক নেট রানরেট খুবই নগণ্য। আজ জিতেও শীর্ষস্থানে চলে যেতে পারে জয়ী দলটি।
পাকিস্তানের অবস্থান যেমন, শ্রীলঙ্কার চিত্রও একই রকম। তবে আজ জিতলে, পায়ের তলায় একটু মাটি পাকা করবে দ্য গ্রিন ম্যানরা। অবশ্য, হারলেই সঙ্গে সঙ্গে বিদায় নিশ্চিত, বিষয়টি এমন নয়।
সবমিলিয়ে আজকের জয়ী দলকে শেষ ম্যাচে বড় ব্যবধানের জয়ের পাশাপাশি অন্য দলগুলোর ফলের দিকেও নজর রাখতে হবে। তবেই ফাইনালের দরজা খুলবে তাদের।