মালয়েশিয়ায় পাচারের অপেক্ষায় থাকা ৫ অপহৃত উদ্ধার, আটক ২
- ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৬
কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার পাঁচজনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। মুক্তিপণের জন্য অপহরণের পর মালয়েশিয়া পাচারের অপেক্ষায় থাকা এসব অপহৃতকে গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উদ্ধার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে সকালে দুজন অপহরহণকারীকেও আটক করা হয়েছে।
অপহৃতরা টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় বন্দি ছিলেন। উদ্ধারের পর তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাত ১০টায় বাহারছড়া কোস্ট গার্ড আউটপোস্ট কচ্ছপিয়ার পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অপহরণকারীদের গোপন আস্তানা থেকে মুক্তিপণ আদায় ও মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা ৫ জন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধার ব্যক্তিদের তথ্য মতে আজ মঙ্গলবার সকাল ৯ টায় দুজন অপহরণকারীকে আটক করা হয়।
তিনি বলেন, উদ্ধারকৃত ব্যক্তিদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। আর আটককৃত অপহরণকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মানব পাচার ও অপহরণ রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।