মেসি-রোনালদোর যুগ শেষ, কার হাতে উঠছে ব্যালন ডি’অর?
- ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৬
২০০৮ থেকে ২০২৩ পর্যন্ত লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর বাইরে আর কারোর হাতে ব্যালন ডি’অর উঠেনি। মাঝে ২০১৮ সালে লুকা মদ্রিচের হাতে উঠেছিল সম্মানজনক এ পদক। এছাড়া গত বছর ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রির জয়ের মধ্য দিয়ে মেসি-রোনালদো রাজত্বের অবসান ঘটে। এক বছর পর ফের ফুটবলের ব্যক্তিগত সর্বোচ্চ স্বীকৃতি ব্যালন ডি’অরের মঞ্চে নতুন নাম উঠতে চলেছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে প্যারিসের থিয়েটার দ্যু শাতলতে বর্ষসেরা পুরুষ ও নারী ফুটবলারের নাম ঘোষণা করা হবে। পুরুষ বিভাগে দুই প্রতিভাবান ফুটবলার প্যারিস সেইন্ট জার্মেইয়ের উসমান দেম্বেলে এবং বার্সেলোনার লামিনে ইয়ামাল এ দৌড়ে আছেন। ফুটবলবোদ্ধাদের মতে, এ দুই তারকার মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে। এছাড়া নারী বিভাগে স্পেন ও বার্সেলোনার মিডফিল্ডার আইতানা বোনমাত্তির টানা তৃতীয়বারের মতো পুরস্কার জয়ের সম্ভাবনা প্রবল।
গত মৌসুমে দুর্দান্ত ফর্মে ছিলেন দেম্বেলে। পিএসজির হয়ে ৫৬ ম্যাচ খেলে করেছেন ৩৫ গোল। শুধু তাই নয়, তার অসাধারণ পারফরম্যান্সে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ, লিগ শিরোপা ও ঘরোয়া কাপ অর্থাৎ ঘরোয়া ট্রেবল জিতেছে। ক্লাব বিশ্বকাপেও তার প্রভাব ছিল, দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
লে মন্ডে পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে ২৮ বছর বয়সী এ উইঙ্গার বলেন, ‘পিএসজির হয়ে দারুণ একটি মৌসুম কাটিয়েছি বলে ভালো লাগছে। এটা সত্যি যে, অ্যাওয়ার্ডের জন্য আমি অন্যতম ফেভারিট। দেখা যাক কী হয়।’
মাত্র ১৮ বছর বয়সেই নিজেকে বার্সেলোনার প্রধান তারকাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ইয়ামাল। গত মৌসুমে ২১ গোল করেছেন। পাশাপাশি, দলকে লা লিগা ও কোপা দেল রে শিরোপা জেতান। যদিও চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে হারতে হয় বার্সাকে, তবু ইয়ামালের পারফরম্যান্স ছিল প্রশংসনীয়।
সম্প্রতি স্প্যানিশ সাংবাদিক হোসে রামোনের সঙ্গে এক আলাপে ইয়ামাল বলেন, ‘শুধু একটি ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন আমি দেখি না, আমার স্বপ্ন অনেকগুলো জেতা’
মূলত সাংবাদিকদের ভোটেই ব্যালন ডি’অর বিজয়ী নির্ধারিত হয়। ৩০ জনের একটি প্রাথমিক তালিকা করেছিল ফ্রান্স ফুটবল ম্যাগাজিন, যেখান থেকে ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ ১০০ দেশের সাংবাদিকরা ভোট দিয়ে বর্ষসেরা ফুটবলার বেছে নেন।