রাবিতে সরাসরি নির্যাতনের শিকার ২১.৬ শতাংশ শিক্ষার্থী: জরিপ
- ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২১.৬ শতাংশ শিক্ষার্থী নিজে সরাসরি নির্যাতনের শিকার হয়েছেন। আর অন্যকে নির্যাতিত হতে দেখেছেন ৪৩.১ শতাংশ শিক্ষার্থী। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন ‘সোচ্চার-টর্চার ওয়াচডগ বাংলাদেশ’ এর এক জরিপের ফলাফলে এমন তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিষ্ঠানটির অফিসিয়াল পেজে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ২৮৮ জন ছাত্র-ছাত্রী জরিপে অংশগ্রহণ করেন। সোচ্চারের জরিপের ফলাফল অনুযায়ী ২১.৬ শতাংশ শিক্ষার্থী নিজে সরাসরি নির্যাতনের শিকার হয়েছেন।
অন্যকে নির্যাতিত হতে দেখেছেন ৪৩.১ শতাংশ শিক্ষার্থী। নিজে সরাসরি নির্যাতিত (অ্যাকটিভলি টর্চারড) হয়েছেন বা অন্যকে নির্যাতিত হতে দেখেছেন (প্যাসিভলি টর্চারড) ৪৬ শতাংশ শিক্ষার্থী। সব ক্ষেত্রেই পুরুষ শিক্ষার্থীরা নারীদের তুলনায় বেশি হারে নির্যাতনের শিকার হয়েছেন।

জরিপে প্রথম বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহন ছিলো ৮.৬ শতাংশ, যারা জুলাই অভ্যুত্থানের পরে ভর্তি হয়েছে। তাদেরকে বাদ দিয়ে বিশ্লেষণ করলে নির্যাতিত শিক্ষার্থীর হার আরও বেশি হবে। বাংলাদেশের ক্যাম্পাসগুলোয় বিগত দিনগুলোয় শিক্ষার্থীদের ওপর হওয়া নির্যাতন কতটা ব্যাপক এবং ভয়াবহ ছিল, তা এ সার্ভেতে উঠে এসেছে।
আরও পড়ুন: শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় কর্মবিরতি: নেপথ্যে যা জানা যাচ্ছে
সোচ্চার বলছে, ইতোপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরিপেও আমরা একই বা আরো ভয়াবহ চিত্র দেখেছি। রাকসু কি পারবে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে নির্যাতনমুক্ত করতে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন উপলক্ষ্যে শিক্ষার্থীদের প্রত্যাশা ও নেতৃত্ব নির্বাচনে তাদের পছন্দ জানতে সোচ্চারের পক্ষ থেকে একটি জরিপ করা হয়েছে। এখনও তার পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়নি।