ভারত-পাকিস্তান ম্যাচে হারিসের ৬-০, ফারহানের গুলি ছোঁড়ার ইঙ্গিত, নেপথ্যে কি?
- ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩
ভারত-পাকিস্তান মানেই ক্রিকেট মাঠে চরম উত্তেজনা। তবে এবার খেলার উত্তাপ ছড়িয়ে পড়েছে মাঠের বাইরেও। দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোর ম্যাচে ভারতের কাছে পাকিস্তান হারলেও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন হারিস রউফ ও সাহিবজাদা ফারহান। কারণ, মাঠে তাঁদের উদযাপন। একদিকে ব্যাট হাতে ‘গান’ ছোঁড়ার ভঙ্গি, অন্যদিকে দর্শকের দিকে ইশারা করে ‘৬-০’ সংখ্যা দেখিয়ে ভারতের প্রতি একরকম কটাক্ষ করেছেন বলে অভিযোগ উঠেছে।
কী ঘটেছিল মাঠে?
রবিববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে ভারতের জয়ের মুহূর্তে পাকিস্তানের পেসার হারিস রউফ বাউন্ডারির পাশে ফিল্ডিং করছিলেন। এসময় ভারতীয় দর্শকরা “কোহলি, কোহলি” বলে স্লোগান দিচ্ছিল। জবাবে হারিস রউফ হাত দিয়ে ইশারা করে ৬-০ দেখান এবং হাত দিয়ে যুদ্ধবিমানের ভঙ্গি দেখান। এর আগে, পাকিস্তানি ব্যাটার সাহিবজাদা ফারহান তাঁর অর্ধশতক পূর্ণ করার পর ব্যাট হাতে ‘একে-৪৭’ রাইফেলের মতো করে গুলি ছোড়ার ভঙ্গি করেন। এই দুই উদযাপন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং ভারতের অনেক সমর্থক ও বিশ্লেষক একে 'উসকানিমূলক', 'অপেশাদার' ও 'রাজনৈতিক বার্তা' বলেও অভিহিত করেন।
ইশারাগুলোর পেছনে কি রাজনৈতিক উদ্দেশ্য?
হারিস রউফের দেখানো ‘৬-০’ ইশারার পেছনে রয়েছে একটি রাজনৈতিক দাবি। পাকিস্তানের কিছু রাজনৈতিক মহল ও সামাজিক মাধ্যমে দাবি করা হয়, ২০২৫ সালের মে মাসে ‘অপারেশন সিন্দুর’-এর সময় পাকিস্তান ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। রউফের এই উদযাপনকে অনেকেই সেই দাবির প্রতীকী উপস্থাপনা বলেই মনে করছেন।
বিতর্কের শুরু কোথা থেকে?
এই টানাপোড়েনের শুরু আসলে গ্রুপ পর্বে প্রথম ভারত-পাকিস্তান ম্যাচ থেকেই। ম্যাচ শেষে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি, যা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পরে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব জানান, এটি ছিল এপ্রিল মাসে পাক-সমর্থিত সন্ত্রাসী হামলায় নিহত ২৬ জন ভারতীয় শহীদের প্রতি শ্রদ্ধা ও সংহতির প্রতীক। এই ঘটনাকে কেন্দ্র করে পিসিবি আইসিসিতে অভিযোগ করে এবং ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণের দাবি জানায়।পাকিস্তানের অভিযোগ ম্যাচ রেফারি টসের সময় নাকি হ্যান্ডশেক করতে নিষেদ করেছিলেন। আইসিসি সেই দাবি প্রত্যাখ্যান করে। এমনকি গুঞ্জন ছিল, পাকিস্তান এশিয়া কাপ থেকেই সরে যাওয়ার চিন্তা করছিল।
পাকিস্তান কি ইচ্ছা করেই রাজনৈতিক বার্তার দিয়েছে?
পাকিস্তানের জাতীয় দৈনিক ‘দ্য নিউজ’ দাবি করেছে, পাকিস্তান যদি ভারতকে সুপার ফোরে হারাতে পারত, তাহলে ম্যাচের পর খেলোয়াড়দের দিয়ে রাজনৈতিক বার্তা দেওয়ার পরিকল্পনা ছিল। এজন্য পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি একদিন আগেই দুবাইয়ে গিয়ে দলের অনুশীলনে উপস্থিত হন এবং কোচ মাইক হেসন ও অধিনায়ক সালমান আগার সঙ্গে গোপন বৈঠক করেন। সেই সময় কিছু খেলোয়াড়কে ‘৬-০’ চিৎকার করতেও শোনা যায়।
মাঠের ফলাফল কী বলছে?
যদিও এসব উত্তেজনা ছাপিয়ে মাঠের খেলায় স্পষ্ট জয় পেয়েছে ভারত। পাকিস্তান প্রথমে ব্যাট করে তোলে ১৭১ রান, ফারহান করেন সর্বোচ্চ ৫৮। জবাবে অভিষেক শর্মার ৭৪ ও গিলের ৪৭ রানে ভর করে ভারত ১৮.৫ ওভারে ম্যাচ জিতে নেয় ৬ উইকেট হাতে রেখে। এই জয়ে ভারতের নামের পাশে টানা ছয়টি জয় পাকিস্তানের বিপক্ষে, যা দুই দলের ৭৪ বছরের ক্রিকেট ইতিহাসে প্রথম।