পাবিপ্রবিতে প্রথমবারের মতো সিভিল ফেস্ট অনুষ্ঠিত
- ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০০
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো ‘সিভিল ফেস্ট-২০২৫’। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এবং সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস ডেভেলপমেন্ট ক্লাবের সহায়তায় আজ রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী এই উৎসবমুখর আয়োজন হয়।
সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিল্ডিং-১ থেকে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। র্যালিটি প্রশাসনিক ভবনের সামনে দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এলিভেটরে এসে শেষ হয়। পরে সেখানে কেক কেটে ফেস্টের উদ্বোধন করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান, প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান খান, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হক, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. শেখ রাসেল আল আহমেদ ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. তাহমিনা তাসনিম নাহার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের মাঝে এসে আজ আমি গর্বিত। তোমরা ভবিষ্যতে যেখানেই কাজ করো না কেন, আমাদের সহায়তা করবে আরও ভালো কিছু করতে। এই বিভাগ তোমাদের, এই বিশ্ববিদ্যালয় তোমাদের। তোমরাই একদিন বিশ্ববিদ্যালয়ের উন্নতির মূল চালিকাশক্তি হয়ে উঠবে।
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. তাহমিনা তাসনিম নাহার বলেন,আজকের দিনের জন্য আমরা দীর্ঘ ৭-৮ বছর অপেক্ষা করেছি, বিশেষ করে শিক্ষকরা। অনেক দিন ধরেই সিভিল ফেস্ট আয়োজনের পরিকল্পনা করলেও নানা কারণে সম্ভব হয়নি। আজ সেই লালিত স্বপ্ন পূরণ হলো। আমরা যদি এই আয়োজন সফলভাবে শেষ করতে পারি, তবে এটি কেবল উৎসব নয়, এটি হবে আমাদের একটি বড় অর্জন।